• facebook
  • twitter
Monday, 25 November, 2024

পার্থ চট্টোপাধ্যায়কে জরিমানা আলিপুর বিশেষ সিবিআই আদালতের 

কলকাতা, ২৭ সেপ্টেম্বর – নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে এক হাজার টাকা জরিমানা করল আলিপুরে বিশেষ সিবিআই আদালত। একই আবেদন বার বার করায় পার্থ চট্টোপাধ্যায়কে জরিমানা করা হয়। বুধবার, গ্রুপ সি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেই মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যদের ১১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থর আইনজীবী এদিন আদালতে গ্রুপ সি মামলার সরকারি

কলকাতা, ২৭ সেপ্টেম্বর – নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে এক হাজার টাকা জরিমানা করল আলিপুরে বিশেষ সিবিআই আদালত। একই আবেদন বার বার করায় পার্থ চট্টোপাধ্যায়কে জরিমানা করা হয়। বুধবার, গ্রুপ সি মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সেই মামলায় বুধবার পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্যদের ১১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পার্থর আইনজীবী এদিন আদালতে গ্রুপ সি মামলার সরকারি কপি নেওয়ার জন্য আবেদন করেন। এরপরই এই নির্দেশ দেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।

উল্লেখ্য, এই একই কপি এর আগেও চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। সম্প্রতি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নামে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যে কোনও অপরাধমূলক মামলায় চার্জশিটে কোনও মন্ত্রী-বিধায়কের নাম রাখতে হয়, সেক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন দরকার । সম্প্রতি গ্রুপ সি মামলায় সেই অনুমোদন দেয় রাজভবন। বুধবার আলিপুর আদালতে যখন গ্রুপ সি মামলা ওঠে, তখন পার্থর আইনজীবী ফের চার্জশিটের সরকারি কপির জন্য আবেদন করেন।  একই আবেদন করায় পার্থকে জরিমানা করে আদালত।