কলকাতা, ২৭ সেপ্টেম্বর – আইনমন্ত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটার মধ্যে হাজির হতে বলা হয়েছিল তাঁকে। নির্দেশ পাওয়ামাত্রই আদালতে পৌঁছে যান আইনমন্ত্রী মলয় ঘটক। নিম্ন আদালতের বিচারকের বদলির ফাইল কেন আটকে আছে, তা জানতে আইনমন্ত্রীকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এজলাসে উপস্থিত থেকে বিচারপতির প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।মলয় ঘটক আদালতে হাজির হলে বিচারপতি তাঁকে বলেন, “ভুল বুঝবেন না। আপনার হাসি মুখ দেখতে ডেকেছি।”
বিচারকের বদলির ফাইল আইনমন্ত্রী কাছে আগস্ট মাস থেকে পড়ে রয়েছে । কেন এতদিন ধরে পড়ে রয়েছে, তা জানতে তলব করা হয় মন্ত্রীকে। বিচারপতি প্রশ্ন করলে মলয় ঘটক বলেন, “আমি অসুস্থ ছিলাম, তাই কাজ বাকি ছিল। ৬ অক্টোবরের মধ্যে কাজ শেষ করে দেব।”
নিম্ন আদালতের বদলি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে বিচারপতি ডেকেছিলেন মন্ত্রীকে। বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির হওয়ার কথা থাকলেও , কেন হয়নি সেই প্রশ্ন তোলেন বিচারপতি। ৪ অক্টোবরের মধ্যে বদলির নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।