• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সামরিক বিমানের পর ভারতের লক্ষ্য স্পেনের সাবমেরিন 

দিল্লি, ২৫ সেপ্টেম্বর – ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তটস্থ গোটা বিশ্ব। আন্তর্জাতিক দুনিয়ায় বদলে গেছে কূটনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে চিনের আগ্রাসন নীতি নিয়ে আশঙ্কায় রয়েছে ভারত। দক্ষিণ চিন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টাও করতে পারে কমিউনিস্ট দেশটি। এহেন পরিস্থিতিতে সম্প্রতি চতুর্দেশীয় অক্ষ স্পষ্ট জানিয়েছে বেজিং আগ্রাসন চালালে তা মেনে নেওয়া হবে না। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতও

দিল্লি, ২৫ সেপ্টেম্বর – ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে তটস্থ গোটা বিশ্ব। আন্তর্জাতিক দুনিয়ায় বদলে গেছে কূটনৈতিক সমীকরণ। এই পরিস্থিতিতে চিনের আগ্রাসন নীতি নিয়ে আশঙ্কায় রয়েছে ভারত। দক্ষিণ চিন সাগরে আধিপত্য বিস্তারের চেষ্টাও করতে পারে কমিউনিস্ট দেশটি। এহেন পরিস্থিতিতে সম্প্রতি চতুর্দেশীয় অক্ষ স্পষ্ট জানিয়েছে বেজিং আগ্রাসন চালালে তা মেনে নেওয়া হবে না। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতও রয়েছে এই জোটে। চিনের এই আগ্রাসী মনোভাব নজরে রেখে স্পেন থেকে অত্যাধুনিক সাবমেরিন কেনার সম্ভাবনা রয়েছে ভারতের । এই মর্মে কথাবার্তাও এগিয়েছে এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতে নিযুক্ত মাদ্রিদের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও। শুধু তাই নয়, প্রযুক্তি হস্তান্তরের আশ্বাসও  দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের রাষ্ট্রদূত রিদাও বলেন, “আমরা ভারতীয় বায়ুসেনার হাতে বিমান তুলে দিয়েছি। এটাই প্রমাণ করে যে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করি। ভারতীয় নৌসেনার জন্যও আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য ছটি সাবমেরিন তৈরির টেন্ডার ডাকা হয়েছে। এতে আমরাও রয়েছি। আমার মতে, আমাদেরটাই বাজারের সেরা হবে । শুধু তাই নয়, স্পেন প্রযুক্তি হস্তান্তরেও রাজি। আমরা প্রতিরক্ষা ছাড়াও বাণিজ্য-সহ একাধিক বিষয়ে ভারতকে সহযোগী বলে মনে করি।” বলে রাখা ভালো, বিদেশ থেকে অস্ত্র কিনলেও তা ভারতের মাটিতে তৈরিতে জোর দিয়েছে মোদি সরকার।
 
উল্লেখ্য, চলতি মাসেই চুক্তিমাফিক স্পেন থেকে প্রথম সি-২৯৫ মাঝারি পরিবহণ বিমান হাতে পেয়েছে ভারতীয় ফৌজ। ২০২১ সালেই স্পেন থকে ৫৬টি মাঝারি পরিবহণ বিমান কেনার প্রস্তাবে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। প্রায় ৩০ হাজার কোটি টাকা ব্যয় করে বায়ুসেনার জন্য স্পেনের সিএএসএ সংস্থার তৈরি ৫৬টি সি-২৯৫ নামের সামরিক পরিবহণ বিমান কেনা হবে। চুক্তি হওয়ার ৪৮ মাসের মধ্যে ১৬টি বিমান স্পেন থেকে উড়িয়ে আনা হবে। আর ৪০টি বিমান তৈরি করা হবে ভারতে। চুক্তির ১০ বছরের মধ্যে সেগুলো দেশে তৈরি করবে টাটা কনসর্টিয়াম। এটাই প্রথম এমন একটি প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে চুক্তি হল যেখানে সেনার জন্য পরিবহণ বিমান তৈরি হবে দেশের মাটিতে এবং তা তৈরি করবে একটি বেসরকারি সংস্থা।
এর আগে জার্মানির সঙ্গে সহযোগিতায় ভারতীয় নৌসেনার জন্য সাবমেরিন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় এবং যৌথ উদ্যোগে সাবমেরিন তৈরির সিদ্ধান্ত নেয় দিল্লি। তারও আগে জার্মানি থেকে শিশুমার শ্রেণির ৪টি ডিজেল-বিদ্যুৎ সাবমেরিন কেনে ভারতীয় নৌ-সেনা।