ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর – চিনের জন্য আমেরিকা-সহ গোটা বিশ্ব অস্তিত্বের সংকটে ভুগবে। যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কমিউনিস্ট দেশটি। যুদ্ধে জয়লাভ করাই একমাত্র লক্ষ্য কমিউনিস্ট চিনের। শুক্রবার অর্থনীতি বিষয়ে এক বক্তৃতায় চিন নিয়ে ভাবেই উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালে। তিনি বলেন, ব্যবসার কৌশল থেকে গবেষণা, সব চুরি করে দ্রুত এগিয়ে যাচ্ছে চিন আর প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। এভাবেই সতর্কবার্তা দিলেন নিকি হ্যালে। রিপাবলিকান দলের এই সদস্য এবার মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে আছেন বলেই সূত্রের খবর। তিনি চিনের পদক্ষেপ থেকে আমেরিকাকে সতর্ক করে বলেন, ‘চিন বরাবর আমেরিকাকে হারাতে চেয়েছে। আর এখন তারা সেনাবাহিনীর নিরিখে প্রায় আমেরিকার কাছাকাছি চলে এসেছে।’
নিকি হ্যালের মতে, চিনের একমাত্র উদ্দেশ্য হল, যে কোনওভাবে আমেরিকাকে হারানো। এই লক্ষ্যে সেনাবাহিনীকে প্রস্তুত করেছে তারা। কিছু কিছু ক্ষেত্রে চিন প্রায় আমেরিকার সমান হয়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন নিকি হ্যালে। তিনি বলেন, ‘চিনের কমিউনিস্ট পার্টি যুদ্ধের প্রস্তুতি নিতে স্পাই বেলুন পাঠাচ্ছে আমেরিকার আকাশে। তারা জিততে বদ্ধপরিকর।’
এছাড়াও দক্ষিণ চিন সাগর নিয়ে দুদেশের মধ্যে সংঘাত প্রবল । বিগত কয়েক বছর ধরেই দক্ষিণ চিন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলছে লালফৌজ। প্রায় গোটা জলরাশিই নিজেদের বলে দাবি করে কমিউনিস্ট চিন। চিনের এই আগ্রাসানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে আমেরিকা।