• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে বসতে চলেছে দেশের ‘মোটো জিপি ভারত’।

উত্তরপ্রদেশ:- নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে বসতে চলেছে দেশের ‘মোটো জিপি ভারত’। সূত্রের খবর, যেখানে দেশ-বিদেশের একাধিক সংস্থার যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে এই ইভেন্ট থেকেই সে রাজ্যে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। ‘মোটো জিপি ভারত’ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আর সেখানেই বড় সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। কার্যত ওই

উত্তরপ্রদেশ:- নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে বসতে চলেছে দেশের ‘মোটো জিপি ভারত’। সূত্রের খবর, যেখানে দেশ-বিদেশের একাধিক সংস্থার যোগ দেওয়ার কথা রয়েছে। ফলে এই ইভেন্ট থেকেই সে রাজ্যে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে পারে। ‘মোটো জিপি ভারত’ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আর সেখানেই বড় সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। কার্যত ওই বৈঠকে তা তুলে ধরবেন যোগী। এমনকি উত্তরপ্রদেশের বাজার, পরিকাঠামো, কানেকটিভিটি সহ একাধিক অবস্থার কথাও তিনি ধরবেন বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ জুড়ে উন্নয়নের বিপ্লব ঘটছে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের ফল সরাসরি সে রাজ্যের বেকার যুবক-যুবতীরা পাচ্ছেন। কিন্তু এখানেই থামতে রাজি নন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিল্পে গোটা দেশের মডেল হোক উত্তরপ্রদেশ। আর তাই আরও বিনিয়োগ টানতেই ‘মোটো জিপি ভারত’ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জানা গিয়েছে, এই সম্মেলনে রেড বুল, শেল, বি-উইন, BMW, মোনস্টার, হণ্ডা, অ্যামাজন, ডি এইচ এল এবং পেট্রোনাস এর মতো ২৭৫ টি শীর্ষ কোম্পানি অংশ নিচ্ছে। এটাই সুযোগ আরও বিনিয়োগ আনার। আর সেটাকেই কাজে লাগাতে চাইছেন যোগী।