• facebook
  • twitter
Monday, 25 November, 2024

 কোচবিহারের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু অরুণাচল প্রদেশে

কোচবিহার, ২২ সেপ্টেম্বর –  কোচবিহারের দুই পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল অরুণাচল প্রদেশে। খুনের অভিযোগ এনেছে  মৃত শ্রমিকদের পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।   স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম গজেন বর্মণ ও মনোজিৎ বর্মণ। সম্পর্কে দু’জন বাবা ও ছেলে। এদের বাড়ি শীতলকুচি ব্লকের খলিসামারি অন্তর্গত সোনার চালুন এলাকায়। পরিবার সূত্রে খবর, দু’মাস আগে অরুণাচল প্রদেশে

কোচবিহার, ২২ সেপ্টেম্বর –  কোচবিহারের দুই পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল অরুণাচল প্রদেশে। খুনের অভিযোগ এনেছে  মৃত শ্রমিকদের পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।   স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম গজেন বর্মণ ও মনোজিৎ বর্মণ। সম্পর্কে দু’জন বাবা ও ছেলে। এদের বাড়ি শীতলকুচি ব্লকের খলিসামারি অন্তর্গত সোনার চালুন এলাকায়। পরিবার সূত্রে খবর, দু’মাস আগে অরুণাচল প্রদেশে কাজে গিয়েছিলেন গজেন এবং মনোজিৎ। বৃহস্পতিবার রাত্রিবেলা পরিবারের তরফ থেকে জানা যায় বাবা ও ছেলে দু’জনই আত্মহত্যা করেছেন। কিন্তু কেন তাঁরা এই পথ বেছে নিলেন তার কোন সদুত্তর মেলেনি। এই বিষয়ে শীতলকুচি থানার তরফে তদন্ত শুরু হয়েছে।

মৃত গজেন বর্মণের ভাই বলেন, “ওদেরকে খুন করা হয়েছে। যদিও ওরা বলছে আত্মহত্যা করেছে। কিন্তু হঠাৎ করে আত্মহত্যা কেন করবে ? কোনও দিন তো ওদের মুখে এমন কোন কথা শোনা যায়নি। আর বাবা ছেলে কখনো একসঙ্গে আত্মহত্যা করতে পারে ? ওদের কেউ মেরে ফেলেছে।”

ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন নয়। মালদহ-মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবর সামনে এসেছে।