• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এবার আসতে চলেছে ‘‌দুয়ারে দলিল’‌!

কলকাতা:- ইতিমধ্যেই দুয়ারে দলিল পরিষেবা দিতে যে পরিকাঠামো দরকার সেটা নিয়ে বৈঠক হয়েছে। ডাকযোগে দলিল পাঠানোর খরচ যাতে ক্রেতার কাছে বাড়তি বোঝা মনে না হয় সেটাও দেখা হচ্ছে।  সূত্রের খবর, এবার জমি–বাড়ি কেনার পর দলিল মিলবে দুয়ারে। অর্থাৎ এরপর থেকে ’‌দুয়ারে দলিল’‌ পরিষেবা পাওয়া যাবে। এখন আর গিয়ে দলিল জোগাড় করতে হবে না। এই সমস্যার

West Bengal Chief Minister Mamata Banerjee | Salil Bera

কলকাতা:- ইতিমধ্যেই দুয়ারে দলিল পরিষেবা দিতে যে পরিকাঠামো দরকার সেটা নিয়ে বৈঠক হয়েছে। ডাকযোগে দলিল পাঠানোর খরচ যাতে ক্রেতার কাছে বাড়তি বোঝা মনে না হয় সেটাও দেখা হচ্ছে।  সূত্রের খবর, এবার জমি–বাড়ি কেনার পর দলিল মিলবে দুয়ারে। অর্থাৎ এরপর থেকে ’‌দুয়ারে দলিল’‌ পরিষেবা পাওয়া যাবে। এখন আর গিয়ে দলিল জোগাড় করতে হবে না। এই সমস্যার হাত থেকে মিলতে চলেছে মুক্তি। সূত্রের খবর, নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন এই পরিষেবা চালু হওয়া এখন সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর সেরে ফিরলেই এই প্রকল্পে চূড়ান্ত সিলমোহর পড়বে। জানা গিয়েছে, এখন দলিলের ‘সার্টিফায়েড কপি’ অনলাইনে পাওয়া যায়। আর মূল দলিল পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ নিয়ে ক্রেতাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে তুলতে হয়। এই দুর্ভোগ থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে রাজ্য সরকার এই ‘দুয়ারে দলিল’ পরিষেবা আনছে বলে জানা গিয়েছে। জমি–বাড়ি রেজিস্ট্রি করলেই ডাকযোগে ক্রেতার বাড়িতে সেই দলিল পৌঁছে যাবে। বাড়িতে বসেই পেয়ে যাবেন সম্পত্তির দলিল। এই নতুন পরিষেবা চালু হলেও রেজিস্ট্রি অফিস থেকে হাতে হাতে দলিল তোলার ব্যবস্থা চালু থাকবে। পরে সেটা তুলে দেওয়া হবে। রেজিস্ট্রি করার সময় দেওয়া ঠিকানাতেই পৌঁছে যাবে সম্পত্তির দলিল। দুয়ারে দলিল পরিষেবা চালু হলে অনেক কম সময়ে মিলবে সম্পত্তির দলিল।