• facebook
  • twitter
Tuesday, 22 October, 2024

রাম মন্দিরে ভক্তের ভিড় মোকাবিলায় প্রস্তুত অযোধ্যা প্রশাসন।

উত্তরপ্রদেশ:-  রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, মন্দির নির্মাণ ঠিক কতটা চ্যালেঞ্চের ছিল। তিনি বলেছিলেন সেই এলাকাতেই মূল মন্ডপ তৈরি হবে,যেখানে ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের ১৪ই জানুয়ারি মূর্তি স্থাপন হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত থাকবেন। সূত্রের খবর, ২০২৪-এর ১৪ই জানুয়ারির পর থেকে বিগ্রহ দেখার সুযোগ পাবেন ভক্তরা।

উত্তরপ্রদেশ:-  রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, মন্দির নির্মাণ ঠিক কতটা চ্যালেঞ্চের ছিল। তিনি বলেছিলেন সেই এলাকাতেই মূল মন্ডপ তৈরি হবে,যেখানে ভূমি পূজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৪ সালের ১৪ই জানুয়ারি মূর্তি স্থাপন হবে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত থাকবেন। সূত্রের খবর, ২০২৪-এর ১৪ই জানুয়ারির পর থেকে বিগ্রহ দেখার সুযোগ পাবেন ভক্তরা। নৃপেন্দ্র মিশ্র বলেন, বাকি অংশ মুড়ে ফেলে ব্যারিকেড করা হবে। কাজ নিজের গতিতেই চলবে। তবে ততদিনে ছাদের কাজ পুরোপুরি হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে মন্দিরের চূড়া তখনও শেষ হবে না। কারণ ওটা দ্বিতীয় তলের ওপরের ভাগ। সেটার কাজ শেষ হতে আরও সময় লাগবে। সূত্রের খবর, নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, তাঁদের মতে বিগ্রহ উদ্বোধনের পর প্রথম দিকে এক লক্ষ ২৫ হাজার ভক্ত আসবেন। রাম নবমীর দিন, যদি ১৭ লক্ষ ভক্ত আসেন, তবে সেই মতই ব্যবস্থা করা হবে। রাম নবমীতে সূর্যের আলো ঠিক বেলা বারোটায় মন্দিরের শিখরের ওপর পড়বে। এরপর তা মন্দিরের ভিতর প্রবেশ করবে ভগবান রামের কপাল স্পর্শ করবে। সেভাবে এই মন্দিরের নির্মাণ করা হচ্ছে। ভক্ত সমাগমে যাতে সমস্যা না হয় তার জন্য প্রস্তুত অযোধ্যা প্রশাসন। জানা গিয়েছে, নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, এই ব্যাপারে বেশ সহযোগিতা করছেন অযোধ্যা প্রশান। এই শহরের পুলিশ সুপার একটি প্রেজেন্টশন তৈরি করেছেন যে কীভাবে এই ভিড় সামলানো যায়। ধর্মশালায় কত জায়গা রয়েছে, শৌচালয়ের ব্যবস্থা, কোন কোন ট্রেন আসবে অযোধ্যা, বিমানের সুবিধা কীভাবে পাওয়া যাবে, পুরোটাই পরিকল্পনা করা হয়েছে। এর সঙ্গে স্মার্ট সিটি প্রজেক্টের কাজ নজরদারি করছে কেন্দ্র সরকার। দু থেকে তিন বছর লাগবে এই প্রকল্প সম্পূর্ণ হতে। একের পর এক আন্তর্জাতিক মানের অতিথি শালা তৈরি হচ্ছে এখানে। আযোধ্যায় বিমান পরিষেবা শুরু হবে বলেও জানিয়েছেন নৃপেন্দ্র মিশ্র।