• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দীপাবলির আগে রাস্তার হাল ফেরানোর নির্দেশ যোগী সরকারের।

উত্তরপ্রদেশ:- দীপাবলির আগে রাস্তার হাল ফেরানোর নির্দেশ যোগী সরকারের। সূত্রের খবর,  এক সরকারি বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। কোনও জনস্বার্থমূলক প্রকল্পে মাফিয়া ও অপরাধ প্রবণতায় যুক্ত লোকেরা যাতে কাজের চুক্তি না পায় তার জন্যও তিনি প্রতিটি বিভাগকে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন দফতরের বৈঠকে সভাপতিত্ব করার সময় আদিত্যনাথ এই নির্দেশ জারি করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জানা

উত্তরপ্রদেশ:- দীপাবলির আগে রাস্তার হাল ফেরানোর নির্দেশ যোগী সরকারের। সূত্রের খবর,  এক সরকারি বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। কোনও জনস্বার্থমূলক প্রকল্পে মাফিয়া ও অপরাধ প্রবণতায় যুক্ত লোকেরা যাতে কাজের চুক্তি না পায় তার জন্যও তিনি প্রতিটি বিভাগকে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন দফতরের বৈঠকে সভাপতিত্ব করার সময় আদিত্যনাথ এই নির্দেশ জারি করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, যোগী আদিত্যনাথ বলেছেন, এই বছরের বর্ষার পরিস্থিতি অস্বাভাবিক। আগামী দিনে অনেক জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টির কথা মাথায় রেখে নভেম্বরে দীপাবলির আগে রাজ্যব্যাপী রাস্তার হাল ফেরানোর ব্যবস্থা করা উচিত, বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে অংশ নিয়েছিল পূর্ত দফতর, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, মান্ডি পরিষদ, সেচ, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ, আবাসন, পরিকাঠামো, শিপ্লোন্নয়ন দফতরের আধিকারিকরা।  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়ে বলেছেন, যাতে সাধারণ মানুষ, প্রতিটি রাস্তায় হেঁটে আনন্দদায়ক অভিজ্ঞতা তৈরি করতে পারেন, তা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।