• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিশ্বকাপের আগেই বড় দায়িত্ব পেলেন লক্ষ্মণ।

ভারত:- বিশ্বকাপের আগেই বড় দায়িত্ব পেলেন লক্ষ্মণ। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ। গত বছর আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। এবার এশিয়াডের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কোচের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। সূত্রের খবর, মূলত এনসিএ-র কোচ এবং স্টাপোর্ট স্টাফদেরই এশিয়াডে নিয়োগ করেছে বিসিসিআই। চিনে অনুষ্ঠিত হতে চলা

ভারত:- বিশ্বকাপের আগেই বড় দায়িত্ব পেলেন লক্ষ্মণ। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচ হলেন ভিভিএস লক্ষ্মণ। গত বছর আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। এবার এশিয়াডের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কোচের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। সূত্রের খবর, মূলত এনসিএ-র কোচ এবং স্টাপোর্ট স্টাফদেরই এশিয়াডে নিয়োগ করেছে বিসিসিআই। চিনে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসে লক্ষ্মণের সহকারী হিসাবে বেছে নেওয়া হয়েছে এনসিএ-র কোচদেরই। ঋতুরাজ-রিঙ্কুদের দলের বোলিং কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মুনিশ বালিকে। জানা গিয়েছে, শুধু পুরুষদেরই নয় একইসঙ্গে মহিলা দলের কোচের নামও চূড়ান্ত করে ফেলল বিসিসিআই। ঋষিকেশ কানিতকারকে দেওয়া হচ্ছে মহিলা দলের অন্তবর্তীকালীন দায়িত্ব। একইসঙ্গে হরমনপ্রীত-স্মৃতিদের বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে রাজীব দত্ত এবং শুভদীপ ঘোষকে। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমস চিনের শহর হাংঝৌতে হবে। এশিয়ান গেমসের জন্য যেমন ঋতুরাজের নেতৃত্বাধীন দল তৈরি করা হয়েছে।  এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে ফাইনালে উঠলেই সোনা অথবা রুপোর পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে প্রথম চারটি দলের সামনে। আগামী ৩ অক্টোবর শেষ আটের লড়াইয়ে নামবে পুরুষ দল। সেই ম্যাচ জিতলে সেমিফাইনালের লড়াই হবে ৫ অক্টোবর। ৭ অক্টোবর ফাইনাল। এদিকে, ২১ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে ভারতীয় মহিলা ব্রিগেড। সেমিফাইনাল ও ফাইনাল যথাক্রমে ২৩ ও ২৫ তারিখ। ২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসের অংশ ছিল ক্রিকেট। যদিও তাতে ভারত অংশগ্রহণ করেনি। এশিয়া কাপের পরই শুরু হবে এশিয়ান গেমস।