• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আম নয় খাস সাংসদরা, মাথাপিছু সম্পদের পরিমাণ ৩৮.৩৩ কোটি 

দিল্লি, ১২ সেপ্টেম্বর– দেশের জনপ্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে জনপ্রতিনিধিরা প্রায় বেশিরভাগই কুবের। বর্তমানে যে ৭৬৩ জন সাংসদ রয়েছেন, তাঁদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ৩৮.৩৩ কোটি টাকা। এমনকি আম আদমি পার্টির সাংসদরাও একেবারেই আম নয়, বরং খাস।অরবিন্দ কেজরিওয়ালের দলের সাংসদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ১১৯.৮৪ কোটি

দিল্লি, ১২ সেপ্টেম্বর– দেশের জনপ্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে জনপ্রতিনিধিরা প্রায় বেশিরভাগই কুবের। বর্তমানে যে ৭৬৩ জন সাংসদ রয়েছেন, তাঁদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ৩৮.৩৩ কোটি টাকা। এমনকি আম আদমি পার্টির সাংসদরাও একেবারেই আম নয়, বরং খাস।অরবিন্দ কেজরিওয়ালের দলের সাংসদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ১১৯.৮৪ কোটি টাকা। আর সবচেয়ে ধনী হলেন কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্রীয় সমিতির সাংসদরা । তাঁদের মোট ১৬ জন সাংসদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ৩৮৩.৫১ কোটি টাকা।

অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিসার্চ তথা এডিআর ওই সমীক্ষা প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে—

• লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বর্তমানে মোট ৭৬৩ জন সাংসদ রয়েছেন। তাঁদের মধ্যে ৩০৬ জন তথা ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধমূলক মামলা রয়েছে।

• ১৯৪ সাংসদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ইত্যাদির মতো সিরিয়াস অভিযোগ রয়েছে।
• যে সব সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাঁদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ৫০.০৩ কোটি টাকা। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই তাঁদের গড় সম্পদের পরিমাণ মাথাপিছু ৩০.৫০ কোটি টাকা।
• তেলেঙ্গানা রাজ্যের সাংসদরা সবচেয়ে ধনী। রাজ্যে মোট ২৪ জন সাংসদ রয়েছেন। তাঁদের মাথাপিছু সম্পদের পরিমাণ গড়ে ২৬২.২৬ কোটি টাকা।
• দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে পাঞ্জাব। অন্ধ্রে সাংসদদের মাথাপিছু সম্পদের পরিমাণ ১৫০.৭৬ কোটি টাকা। পাঞ্জাবের সাংসদদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ৮৮.৯৪ কোটি টাকা।
• লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপির ৩৮৫ জন সাংসদ রয়েছেন। তাঁদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ১৮.৩১ কোটি টাকা।
• কংগ্রেসের ৮১ জন সাংসদ রয়েছেন দুই কক্ষ মিলিয়ে। তাঁদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ৩৯.১২ কোটি টাকা।
• তৃণমূলের ৩৬ জন সাংসদের সম্পদের পরিমাণ গড়ে মাথাপিছু ৮.৭২ কোটি টাকা।
• ৭৬৩ জন সাংসদের মধ্যে ৫৩ জনই হলেন বিলিয়নিয়ার। অর্থাৎ তাঁদের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা বা তার বেশি।
• বিজেপির ৩৮৫ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ৭০৫১ কোটি টাকা।
• ১৬ জন ভারত রাষ্ট্রীয় সমিতির সাংসদের মোট সম্পদের পরিমাণ ৬১৩৬ কোটি টাকা।
• ৮১ জন কংগ্রেস সাংসদের মোট সম্পদের পরিমাণ ৩১৬৯ কোটি টাকা।
• অরবিন্দ কেজরিওয়ালের দলের ১১ জন সাংসদের মোট সম্পদের পরিমাণ ১৩১৮ কোটি টাকা।