ইসলমাবাদ, ১২ সেপ্টেম্বর– সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সাক্ষরতার হার বেশ নিম্নগামী। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে বিশ্ব যখন সাক্ষরতা দিবস উদযাপন করছে, তখন অসন্তোষজনক সাক্ষরতার পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের গর্ব করার মতো কিছুই নেই।।
পাক শিক্ষা সচিব ওয়াসিম আজমল চৌধুরীর মতে, ২০২২-২৩ সালের অর্থনৈতিক সমীক্ষায় প্রতিফলিত ৬২ দশমিক ৮ শতাংশের তুলনায় প্রকৃত চিত্র ৫৯ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।
তাই আগের পরিসংখ্যানের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু প্রকৃতপক্ষে এটি নাও হতে পারে। তিনি আরো বলেন, এর মধ্যে পাঞ্জাব ৬৬ দশমিক ১ থেকে ৬৬ দশমিক ৩ শতাংশ; সিন্ধুতে ৬১ দশমিক ১ থেকে ৬১ দশমিক ৮; খাইবার পাখতুনখোয়া ৫২ দশমিক ৪ থেকে ৫৫ দশমিক ১ এবং বেলুচিস্তান প্রদেশে সাক্ষরতার হার ৫৩ দশমিক ৯ থেকে ৫৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জরিপে আরো বলা হয়েছে, ৩২ শতাংশ স্কুলবহির্ভূত শিশু রয়েছে, যেখানে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি শিক্ষা থেকে বঞ্চিত। একইভাবে দেশে উচ্চশিক্ষার মানও নিম্নমুখী।