• facebook
  • twitter
Monday, 25 November, 2024

খোদ কলকাতায় ভরদুপুরে স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণ করল দুষ্কৃতীরা  

কলকাতা, ১১ সেপ্টেম্বর – ভরদুপুরে কলকাতার এক স্কুলের সামনে থেকে একাদশ শ্রেণির এক ছাত্রকে অপহরণ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে লেক থানা এলাকার সেলিমপুরে। সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া খবরে ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট স্কুলসহ সমগ্র শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কলকাতা, ১১ সেপ্টেম্বর – ভরদুপুরে কলকাতার এক স্কুলের সামনে থেকে একাদশ শ্রেণির এক ছাত্রকে অপহরণ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে লেক থানা এলাকার সেলিমপুরে। সন্ধে ৬টা পর্যন্ত পাওয়া খবরে ওই ছাত্রের কোনও খোঁজ মেলেনি। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট স্কুলসহ সমগ্র শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্কুল সংলগ্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

স্কুল পড়ুয়াদের একাংশ জানিয়েছে, এদিন দুপুর সাড়ে তিনটেয নাগাদ স্কুলের গেট থেকে বেরোতেই একাদশ শ্রেণির ওই ছাত্রকে ঘিরে ধরে ১০-১২ জন। দুষ্কৃতীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল হেলমেটে। তারা ওই ছাত্রকে জোর করে বাইকে তুলতে গেলে  ওই ছাত্রের সহপাঠীরা বাধা দেয় । অভিযোগ, সহপাঠীদের মারধর করে টেনে হিঁচড়ে ওই পড়ুয়াকে জোর করে বাইকে চাপিয়ে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

কী কারণে এই অপহরণ তা এখনও  স্কুল কর্তৃপক্ষের কাছে স্পষ্ট নয় । পারিবারিক শত্রুতার কারণেই ওই পড়ুয়াকে অপহরণ করা হয় কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।  বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ।