• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের পাশে রোনাল্ডো।

মরক্কো:- আবারও একবার মানবিকতার নির্দশন রাখলেন রোনাল্ডো। মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের পাশে এগিয়ে এসেছেন পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো। অতীতেও যুদ্ধ বা ‌ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশের পাশে দাঁড়িয়েছেন, ব্যতিক্রম হল না মরক্কোর ক্ষেত্রেও। দেশজুড়ে হাহাকার, আর স্বজন হারানোর কান্না। এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোনাল্ডো। মরক্কো শহরে তার মালিকানাধীন হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’ এ

মরক্কো:- আবারও একবার মানবিকতার নির্দশন রাখলেন রোনাল্ডো। মরক্কোর ভূমিকম্পে আশ্রয়হীন মানুষদের পাশে এগিয়ে এসেছেন পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো। অতীতেও যুদ্ধ বা ‌ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশের পাশে দাঁড়িয়েছেন, ব্যতিক্রম হল না মরক্কোর ক্ষেত্রেও। দেশজুড়ে হাহাকার, আর স্বজন হারানোর কান্না। এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোনাল্ডো। মরক্কো শহরে তার মালিকানাধীন হোটেল ‘পেস্তানা সিআর সেভেন’ এ তিনি আশ্রয়প্রার্থীদের আবাস হিসেবে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছেন। সূত্রের খবর, মরক্কো শহরে পর্তুগিজ তারকার হোটেল রয়েছে। সেখানেই ভূমিকম্পে সর্বহারা মানুষদের মাথা গোজার জন্য ঠাঁই দিচ্ছেন আল নাসের তারকা। বিলাসবহুল এই চার তারা হোটেলে সুইমিং পুল, রেস্তোরাঁ, জিমের মতো সব সুবিধাই রয়েছে। বিশ্ব ফুটবলের মঞ্চে আলাদা করে জায়গা করে নিয়েছে মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল হাকিমিরা। সকলের প্রত্যাশার বাইরে চোখ ধাঁধানো পারফর্ম করেছিল মরক্কো ফুটবল টিম। কাতার বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল মরক্কো। বেলজিয়াম, স্পেন, পর্তুগালের মতো দলকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালে। কিন্তু ফুটবল ‌নয় মরক্কো এখন খবরের শিরো‌নামে ভূমিকম্পের জন্য। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পরিচিত নাম আশরফ হাকিমি। দেশটিতে এত প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।সূত্রের খবর, জানা গিয়েছে, ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। মৃত এবং আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে গৃহহীনদের সংখ্যাও।