উত্তরপ্রদেশ:- আন্তঃরাজ্য গবাদি পশু পরিবহণ নিষিদ্ধ করতে উদ্যোগ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লাম্পি ভাইরাসের সংক্রমণ রুখতে এই কড়া নির্দেশ নিয়েছেন। কোনওভাবেই গবাদি পশুর আন্তরাজ্য পরিবহণ করা যাবে না। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, লাম্পি ভাইরাস সংক্রামিত গবাদি পশু, উদ্ধার হওয়া গবাদি পশু এবং অ-সংক্রমিত গবাদি পশুদের জন্য পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন। সম্প্রতি যোগী আদিত্যনাথ গবাদি পশুদের লম্পি ভাইরাস থেকে রক্ষা করার জন্য কর্মকর্তাদের একটি বিশেষ টিকা প্রচারাভিযান চালু করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, লাম্পি ভাইরাসটি অনেক রাজ্যে ব্যাপকভাবে গবাদি পশুর ক্ষতি করেছে। তাই এর বিস্তার বন্ধ করতে রাজ্যকে অবশ্যই মিশন মোডে কাজ করতে হবে। জানা গিয়েছে, তিনি নির্দেশ জারি করেছেন, সংক্রমণের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে হবে দুগ্ধ খামারিদের। গোশালায় অপ্রয়োজনীয় প্রবেশ নিষিদ্ধ করা উচিত বলেও তিনি জানান। এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষ টিকাদান অভিযানে মনোনিবেশ করার কথা জানিয়েছেন। গবাদি পশুদের লাম্পি ভাইরাস থেকে রক্ষা করার জন্য একটি বিশেষ টিকাকরণ অভিযান চালানো প্রয়োজন। গবাদি পশুপালকদেরও এই বিষয়ে সচেতন করতে হবে। ১১.৮৯ লক্ষ গরু সুরক্ষিত রয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী সহভাগিতা যোজনা গো-রক্ষার জন্য আশাব্যঞ্জক ফলাফল দিয়েছে। এখন পর্যন্ত এই প্রকল্পের অধীনে ১.৮৫ লক্ষেরও বেশি গরু গো-সেবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গরুর রক্ষণাবেক্ষণের জন্য প্রতি গরু ৩০ টাকা হারে খাদ্য সরবরাহ করা হচ্ছে। রাজ্য সরকার সেবার মনোভাব নিয়ে পশুপালন ও সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গবাদি পশু-সহ সমস্ত গবাদি পশু পালনকারীদের উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে অনেক পরিকল্পনা চালানো হচ্ছে।