• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

ভাড়ায় ‘খুনের বরাত’ চেয়ে  ভিজিটিং কার্ড বিলি যুবকের, গ্রেপ্তার 

ক্যানিং, ৬ সেপ্টেম্বর– রীতিমত ভিজিটিং কার্ড চাপিয়ে খুনের বরাত চেয়ে বিজ্ঞাপন দিলেন এক যুবক । অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে। যদিও বিজ্ঞাপনটি দেখা মাত্র এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর যুবকের নাম মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। সে নিজেকে ‘মাস্তান’ হিসেবে ঘোষণা করেছে। এর আগেও তিনজনকে খুনের ঘটনায়

ক্যানিং, ৬ সেপ্টেম্বর– রীতিমত ভিজিটিং কার্ড চাপিয়ে খুনের বরাত চেয়ে বিজ্ঞাপন দিলেন এক যুবক । অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে। যদিও বিজ্ঞাপনটি দেখা মাত্র এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর যুবকের নাম মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। সে নিজেকে ‘মাস্তান’ হিসেবে ঘোষণা করেছে। এর আগেও তিনজনকে খুনের ঘটনায় পুলিশের হাতে ধরা পড়েছিল বুলেট। নিজের ছবি, ফোন নম্বর দিয়ে বিজ্ঞাপন দিয়েছে সে। বেশ কিছুদিন ধরেই এলাকায় তার ভিজিটিং কার্ডের প্রচার চলছিল।

ঘটনার খবর জানতে পেরেই ক্যানিং থানার বিশেষ তদন্তকারী দল সাব ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে ধর্মতলা গ্রামে বুলেটের বাড়িতে তাকে আটক করে ক্যানিং থানার পুলিশ। এছাড়া একটি দেশি বন্দুক ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। পুলিশের কাছে অভিযোগ শিকার করে নিয়েছে সে। অভিযুক্তকে  মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়েছে।সেখানে বিচারক তাকে সাত দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।

এর আগেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গত বছর আগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিল বুলেট। এক বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য সহ তিনজনের খুনের ঘটনায়েও ক্যানিং থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু সেই সময় নাবালক হওয়ার কারণে জামিন পেয়ে যায় সে।

ধর্মতলা গ্রামের স্থানীয়দের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই এলাকার মানুষকে মাঝে মধ্যেই ভয় দেখাত বুলেট। গত কয়েকদিন ধরে মানুষ খুনের জন্য বিজ্ঞাপন দিতে শুরু করে সে। পুলিশের কাছে অভিযোগ শিকার করেছে অভিযুক্ত।