• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বাড়িতেই সহজেই বানিয়ে ফেলুন বিদেশি রেসিপি চিকেন ফাহিতা।

কলকাতা:- ছোটো থেকে বড়ো সবাই নিত্য নতুন নানা রকম খাবার খেতে ইচ্ছে করে। রোজ একঘেয়ে খাবার খেতে কারোরই ভালোলাগে না। বর্তমানে অনেকেই পছন্দ করছেন বিদেশি খাওয়ার। কিন্তু সব সময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। রেসিপি জানা থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন বিদেশি পদ। তাহলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন বিদেশি স্টাইলে চিকেন

কলকাতা:- ছোটো থেকে বড়ো সবাই নিত্য নতুন নানা রকম খাবার খেতে ইচ্ছে করে। রোজ একঘেয়ে খাবার খেতে কারোরই ভালোলাগে না। বর্তমানে অনেকেই পছন্দ করছেন বিদেশি খাওয়ার। কিন্তু সব সময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। রেসিপি জানা থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিভিন্ন বিদেশি পদ। তাহলে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন বিদেশি স্টাইলে চিকেন ফাহিতা। আদতে এটি মেক্সিকোর রান্না হলেও, বাড়িতে মুরগির মাংস আর অল্প কিছু সব্জি থাকলেই বানিয়ে ফেলা যায় খুব সহজেই।
উপকরণ:-
•৩টি চিকেন ব্রেস্ট
•১টি লাল বেলপেপার
•১টি হলুদ বেলপেপার
•১টি ক্যাপসিকাম
•২-৩টি পেঁয়াজ
•আধা টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
•আধা টেবিল চামচ জিরে গুঁড়ো
•এক চা চামচ রসুন পাউডার
•আধা চা চামচ পেপরিকা পাউডার
•আধা চা চামচ ওরিগ্যানো
•স্বাদমতো নুন
•১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
•অর্ধেক পাতিলেবু
পদ্ধতি:-
প্রথমে একটি বাটিতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন পাউডার, পেপরিকা পাউডার, ওরিগ্যানো, নুন, গোলমরিচ গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর পর একটু বড় পাত্রে আপনার তৈরি করা মশলা দিয়ে চিকেনের পিসগুলো ভাল ভাবে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। একটু বেশি করে মশলা দেবেন। এবার কড়াইতে সামান্য তেল গরম করে মশলা মাখানো চিকেনগুলো দিয়ে ভাল করে ভাজুন। ভাজা হয়ে গেলে তুলে নিন। একটু ঠান্ডা হলে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিন। ৪) ক্যাপসিকাম ও বেলপেপারগুলি সরু সরু করে কেটে নিন। পেঁয়াজও কুচি করে নিন। ওই কড়াইতেই অল্প তেল দিয়ে সবজিগুলি ভাজুন। ৫) সবজি বেশি ভাজা হওয়ার আগেই ওই পাত্রে দিয়ে দিন মাংসের টুকরোগুলি। সব উপকরণ একসঙ্গে কিছুক্ষণ ভাজুন। তারপর ওপরে লেবুর রস ছড়িয়ে মিশিয়ে নিন ভাল করে। চাইলে ছড়িয়ে দিতে পারেন কিছুটা নুন ও গোলমরিচ গুঁড়ো। রান্না হয়ে গেলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন চিকেন ফাহিতা।