দিল্লি, ২৯ আগস্ট – জম্মু ও কাশ্মীর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে, কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার এ বিষয়ে ‘নির্দিষ্ট সময়সীমা’ জানাতে বলেছে নরেন্দ্র মোদী সরকারকে।