• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ।

ভারত:- এশিয়ান গেমসে এবার পুরুষ এবং মহিলা উভয় দলই পাঠাচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই দুটি দলও নির্বাচন হয়ে গিয়েছে। সম্প্রতি চূড়ান্ত হয়ে গেল কোচ এবং সাপোর্ট স্টাফদের নামও। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। ঋষিকেশ কানিতকারকে দেওয়া হচ্ছে মহিলা দলের অন্তবর্তীকালীন দায়িত্ব। যেহেতু মহিলা দলের কোচের পদ ফাঁকা রয়েছে, তাই কানিতকারই এশিয়ান

ভারত:- এশিয়ান গেমসে এবার পুরুষ এবং মহিলা উভয় দলই পাঠাচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই দুটি দলও নির্বাচন হয়ে গিয়েছে। সম্প্রতি চূড়ান্ত হয়ে গেল কোচ এবং সাপোর্ট স্টাফদের নামও। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ। ঋষিকেশ কানিতকারকে দেওয়া হচ্ছে মহিলা দলের অন্তবর্তীকালীন দায়িত্ব। যেহেতু মহিলা দলের কোচের পদ ফাঁকা রয়েছে, তাই কানিতকারই এশিয়ান গেসমে স্মৃতি-হরমনপ্রীতদের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি তাঁর সাপোর্ট স্টাফ হিসাবে থাকবেন দুই বঙ্গ কোচ রাজীব দত্ত ও শুভদীপ ঘোষ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ এর আগেও সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। গত বছর আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টে দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। এবার এশিয়াডের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কোচের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মণ। আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। চিনের শহর হাংঝৌতে হবে এবারের এশিয়ান গেমস। মূলত তরুণ দলই পাঠাবে ভারত। এশিয়ান গেমসের জন্য যেমন ঋতুরাজের নেতৃত্বাধীন দল তৈরি করা হয়েছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দল নামবে এবার এশিয়ান গেমসে। ২০২৩ সালটা ভারতীয় ক্রিকেট দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থতার পর এবার সামনে এশিয়া কাপ, এশিয়ান গেমস ও একদিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। এই তিনটে জিততে না পারলে অনেক প্রশ্ন উঠে যাবে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান বর্তমানে ভিভিএস লক্ষ্মণ ব্যাঙ্গালোরের আলুরে তিন সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প নিয়ে ব্যস্ত রয়েছেন। এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। আসলে আইসিসি ক্রম তালিকা অনুসারে বাছাই তালিকার প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে। সুতরাং, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে ফাইনালে উঠলেই সোনা অথবা রুপোর পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে প্রথম চারটি দলের সামনে। মহিলাদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল খেলা হবে ২৬ সেপ্টেম্বর। ছেলেদের ক্রিকেট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ফাইনাল খেলা হবে ৭ অক্টোবর।