ভারত:- বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোর ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তারকা নীরজ চোপড়া। হাঙ্গেরির বুদাপেস্টে প্রথম থ্রোয়েই ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে দেন নীরজ। এই থ্রোই নীরজকে ফাইনালে পৌঁছে দিল। রবিবার ফাইনালে সোনা জয়ের লক্ষ্যেই নামবেন নীরজ। গতবার তিনি রুপো পেয়েছিলেন। এবার সোনা জেতার লক্ষ্যেই বুদাপেস্টে গিয়েছেন এই ভারতীয় অ্যাথলিট। এই বছরে দুর্দান্ত ফর্মে নীরজ। দোহা ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর পেশির চোটে কিছুদিন ট্র্যাক থেকে দূরে থাকতে বাধ্য হন নীরজ। নেদারল্যান্ডসের হেনগেলোতে অনুষ্ঠিত এফবিকে গেমস এবং ফিনল্যান্ডে পাভো নুরমি গেমস থেকে নাম প্রত্যাহার করে নেন এই ভারতীয় অ্যাথলিট। লুসান ডায়মন্ড গেমসে ট্র্যাকে ফিরেই সাফল্য পান নীরজ। প্যারিস অলিম্পিক্সের জন্য তৈরি হচ্ছেন নীরজ। ৯০ মিটার থ্রো করাই এই ভারতীয় অ্যাথলিটের লক্ষ্য। সেভাবেই তৈরি হচ্ছেন তিনি। এ বছরের মে মাসে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান নীরজ। টোকিও অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জেতেন নীরজ। সরাসরি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করার জন্য ৮৩ মিটার থ্রো করা দরকার ছিল নীরজের। তিনি সেই যোগ্যতা মানের চেয়ে বেশি দূরত্বে থ্রো করেন। ফাইনালেও তিনি সবাইকে ছাপিয়ে যাবেন বলে আশা তৈরি হয়েছে। এদিন কোয়ালিফিকেশন গ্রুপ এ-তে নীরজ ছাড়া অন্য কোনও অ্যাথলিট ৮৩ মিটার থ্রো করতে পারেননি। দ্বিতীয় স্থানে জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ৮২.৩৯ মিটার থ্রো করেন। ভারতের ডি পি মনুর সেরা থ্রো ৮১.৩১ মিটারের। সরাসরি না হলেও, ফাইনালে যাওয়ার সুযোগ আছে মনুর সামনে। পোল্যান্ডের অ্যাথলিট ডেভিড ওয়েগনার ৮১.২৫ মিটার থ্রো করেন।