• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিচ্ছেদের হতাশায় স্ত্রী সহ ৩ জনকে গুলি করে খুন স্বামীর 

ওয়াশিংটন, ২৫ আগস্ট– আমেরিকার ক্যালিফোর্নিয়া অরেঞ্জ কাউন্টিতে একটি বারে গুলি চালনার ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় জানা গেছে। তিনি ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত পুলিশসদস্য। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে তিনি বেশ হতাশ ছিলেন। প্রতিশোধ নিতে এ কাণ্ড ঘটিয়েছেন। হামলায় তাঁর স্ত্রীও আহত হয়েছেন। অরেঞ্জ কাউন্টি শেরিফের দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, ওই হামলাকারীর

kill

ওয়াশিংটন, ২৫ আগস্ট– আমেরিকার ক্যালিফোর্নিয়া অরেঞ্জ কাউন্টিতে একটি বারে গুলি চালনার ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় জানা গেছে। তিনি ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত পুলিশসদস্য। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জেরে তিনি বেশ হতাশ ছিলেন। প্রতিশোধ নিতে এ কাণ্ড ঘটিয়েছেন। হামলায় তাঁর স্ত্রীও আহত হয়েছেন।

অরেঞ্জ কাউন্টি শেরিফের দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার জানানো হয়েছে, ওই হামলাকারীর নাম জন স্নোলিং। বয়স ৫৯ বছর। গত বুধবার রাতের ওই হামলায় স্নোলিংয়ের স্ত্রী মেরি আহত হয়েছেন, তবে প্রাণে বেঁচে গেছেন।

স্নোলিং প্রায় ৩০ বছর মার্কিন পুলিশ বিভাগে কাজ করেছেন। ২০১৪ সালে অবসর নেন তিনি। অরেঞ্জ কাউন্টির প্রসিকিউটর টড স্পিটজের জানান, স্ত্রীকে খুঁজতে ওই পানশালায় গিয়েছিলেন স্নোলিং। খুঁজে পাওয়ার পর এলোপাতাড়ি গুলি ছোড়েন।

পানশালায় প্রবেশের পর স্নোলিং সোজা তাঁর স্ত্রীর দিকে এগিয়ে যান। এ সময় স্নোলিং তাঁর স্ত্রীর সঙ্গে কোনো কথা বলেননি, আলোচনা করেননি। সোজা গুলি ছোড়েন, এমনটাই জানান অরেঞ্জ কাউন্টির শেরিফ ডন বার্নেস।

এ সময় স্নোলিংয়ের স্ত্রীর পাশে বসে থাকা এক নারী নিহত হন। গুলিবিদ্ধ হয়ে মারা যান আরও দুই ব্যক্তি। আহত হন ছয়জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ যায় স্নোলিংয়ের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর, গত বছরের ডিসেম্বরে বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন স্নোলিং। এ বিষয়ে মেরির বাবা উইলিয়াম মোসবি সংবাদমাধ্যমকে বলেন, তিনি (স্নোলিং) একজন পাগলাটে স্বামী। বিচ্ছেদপ্রক্রিয়া ঠিকমতো সামাল দিতে পারেননি তিনি।