• facebook
  • twitter
Wednesday, 6 November, 2024

দাবা বিশ্বকাপে টাইব্রেকে চ্যাম্পিয়ন নির্ধারণ।

ভারত:- দাবা বিশ্বকাপে বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনকে বাজিমাত দিচ্ছেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। ফাইনালের দ্বিতীয় দিনে দ্বিতীয় গেমটিও ড্র হয়ে গিয়েছে। এর ফলে কাল টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। কার্লসেনের বিরুদ্ধে প্রজ্ঞানন্দ যেভাবে লড়াই দিচ্ছেন তাতে সন্তুষ্ট বিশ্বনাথন আনন্দ। কনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ১৮ বছরের প্রজ্ঞানন্দর সামনে। দ্বিতীয় গেমে আজ


ভারত:- দাবা বিশ্বকাপে বিশ্বের ১ নম্বর ম্যাগনাস কার্লসেনকে বাজিমাত দিচ্ছেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। ফাইনালের দ্বিতীয় দিনে দ্বিতীয় গেমটিও ড্র হয়ে গিয়েছে। এর ফলে কাল টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। কার্লসেনের বিরুদ্ধে প্রজ্ঞানন্দ যেভাবে লড়াই দিচ্ছেন তাতে সন্তুষ্ট বিশ্বনাথন আনন্দ। কনিষ্ঠ হিসেবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ১৮ বছরের প্রজ্ঞানন্দর সামনে। দ্বিতীয় গেমে আজ দেড় ঘণ্টার খেলার শেষে ৩০ চালের পর কার্লসেন ও প্রজ্ঞানন্দ খেলাটি ড্র-এ হয়। প্রথম গেমটি ড্র হয়েছিল গতকাল। কাল ফাইনালের বিজয়ী নির্ধারিত হবে টাইব্রেকারের মাধ্যমে। কার্লসেন সাদা ঘুঁটি নিয়ে ভালোই খেলছিলেন। কালো ঘুঁটি নিয়ে খেলা প্রজ্ঞানন্দকে অবশ্য কখনও অস্বস্তি বোধ করতেও দেখা যায়নি। প্রথম গেম চলেছিল ৪ ঘণ্টার বেশি, ড্র হয়েছিল ৭০ চালের বেশি খেলার পর। এই বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন প্রজ্ঞানন্দ। সেমিফাইনালে টাইব্রেকে তিনি হারিয়ে দিয়েছেন বিশ্বের ৩ নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানাকে। ববি ফিশার ও কার্লসেনের পর বিশ্বের তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে প্রজ্ঞানন্দ ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার ছাড়পত্রও পেয়ে গিয়েছেন। নিশ্চিতভাবেই কার্লসেনকে হারিয়ে বিশ্বকাপ খেতাব জিতলে তাঁর আত্মবিশ্বাস বাড়বে অনেকটাই। বিশ্বনাথন আনন্দের পর ভারতের আর কেউ দাবার বিশ্বকাপ জিততে পারেননি। সূত্রের খবর, আনন্দের মতে, সেটা হলে একটা বিষয় স্পষ্ট ম্যাগনাস সারাদিন টাইব্রেকের কথা নিয়েই ভেবেছেন। প্রজ্ঞা অবশ্য এই গেমের পর টাইব্রেক নিয়ে ভাবনা শুরু করতে পারেন।