ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে বিক্রম আর রোভারের সফট ল্যান্ডিং-এর পর ছোট ‘রকেট’ চালাতে হতে পারে ল্যান্ডারকে। চাঁদে নামার পর ‘ডিপ স্পেস নেওয়ার্ক-এর মাধ্যমে তথ্য পাঠাতে পারবে না রোভার ‘প্রজ্ঞান।’
বিক্রম নিরাপদে চাঁদের নেমেছে, এরপর তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। তার কাজ হবে চাঁদের দক্ষিণ মেরুর আঁধার পিঠে ঘুরে ঘুরে নুড়ি-পাথর কুড়নো, চাঁদের মাটি পরীক্ষা করা, চাঁদের গহ্বর বা ক্রেটারের ছবি তোলা এবং বরফের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে দেখা। এইসব কাজের পাশাপাশি, চাঁদের মাটিতে অশোক স্তম্ভ এবং ইসরোর প্রতীক চিহ্নও আঁকবে রোভার। অর্থাৎ চাঁদ জয় করে দেশের বিজয় চিহ্ন এঁকে দেবে প্রজ্ঞান।