• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মী, স্ত্রী ও কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার বাড়িতে

 দমদম, ১৮ আগস্ট –  ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনাকর্মী। বাড়িতে খবর দিতে গেলে মেলে স্ত্রী ও কন্যার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দমদমে।  দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমকি ত দন্তে অনুমান, স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হন ওই প্রাক্তন সেনাকর্মী। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, মৃতের নাম

 দমদম, ১৮ আগস্ট –  ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন সেনাকর্মী। বাড়িতে খবর দিতে গেলে মেলে স্ত্রী ও কন্যার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দমদমে।  দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমকি ত দন্তে অনুমান, স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হন ওই প্রাক্তন সেনাকর্মী। পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, মৃতের নাম গৌতম বন্দ্যোপাধ্যায়। সেনাাবহিনীতে কর্মরত ছিলেন তিনি। তবে বর্তমানে অবসরপ্রাপ্ত। সূত্রের খবর, মানসিক চাপে ছিলেন গৌতমবাবু। শুক্রবার সকালে মধ্যমগ্রামে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারকে বিষয়টা জানাতে গিয়ে পুলিশ উদ্ধার করে তাঁর স্ত্রী যায় মেয়ের দেহ  । দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত সেনা কর্মীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর স্ত্রী দেবিকা বন্দ্যোপাধ্যায় ও মেয়ে দিশা বন্দ্যোপাধ্যায়ের দেহ। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।