• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে বাংলা!

কলকাতা:- আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে বাংলা। ইতিমধ্যেই হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত চলছে। খুবই শীঘ্রই পাটনা-হাওড়া রুটেও বন্দে ভারত ট্রেন চলতে পারে বলে জানা গিয়েছে। গত কয়েক সপ্তাহ আগেই পাটনা-হাওড়া রুটে ভারতের সেমি বুলেটের ট্রায়াল রান হয়ে গিয়েছে। এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে, যে আরও

কলকাতা:- আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে পারে বাংলা। ইতিমধ্যেই হাওড়া-পুরী, হাওড়া-নিউ জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে বন্দে ভারত চলছে। খুবই শীঘ্রই পাটনা-হাওড়া রুটেও বন্দে ভারত ট্রেন চলতে পারে বলে জানা গিয়েছে। গত কয়েক সপ্তাহ আগেই পাটনা-হাওড়া রুটে ভারতের সেমি বুলেটের ট্রায়াল রান হয়ে গিয়েছে। এখন শুধুই উদ্বোধনের অপেক্ষা। কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে, যে আরও কয়েকটি বন্দে ভার‍ত এক্সপ্রেস পেতে পারে বাংলা। ছোট রুটে ট্রেনগুলি চালানো হবে বলে সূত্রে খবর। যার মধ্যে রয়েছে হাওড়া-রাঁচি। কয়েক মাস ধরেই এই রুটে বন্দে ভার‍ত পরিষেবা দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছিল। সূত্রের খবর, জানা গিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রেলের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে হাওড়া-রাঁচি রুটে বন্দে ভারত পুজোর মধ্যেই চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে রারাণসী-হাওড়া বন্দে ভারত পাবে বাংলা। যদিও এখনও ট্রায়ান রান হয়নি। ফলে কবে এই রুটে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট নয়। তবে বারাণসী হাওড়া ট্রেনটি ভায়া গয়া হয়ে চলবে বলেই সূত্রে খবর। এমনকি আসানসোলকেও কভার করবে এই ট্রেন। খবর অনুযায়ী, মাত্র সাড়ে ছয় ঘন্টার মধ্যে বারাণসী-হাওড়া পৌঁছানো সম্ভব হবে। সূত্রের খবর, বন্দে মেট্রো চালানো হতে পারে বেশ কয়েকটি রুটে। ছোট রুটের কথা ভেবেই এই ট্রেনগুলিকে চালানো হতে পারে। রেল সূত্রে জানা গিয়েছে, জামালপুর থেকে মালদহের মধ্যে একটি বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে। পাশাপাশি হাওড়া হয়ে ভাগলপুর পর্যন্ত আরও একটি বন্দে ভারত মেট্রো চালানো হতে পারে বলে জানা গিয়েছে। এই ট্রেন সপ্তাহে ছয় দিন করে চালানো হবে বলেও জানা যাচ্ছে। যদিও এই রুটের বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত রেলের তরফে নেওয়া হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে আছে বলে জানা যাচ্ছে।