• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিজেপি নেত্রীকে খুন করে স্বামী ফেলল নদীতে, ধৃত ৩

পুনে, ১২ আগস্ট– নাগপুরের বিজেপি নেত্রী সানা খানকে খুনের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুর থেকে গ্রেফতার করা হয়েছে সানার স্বামী অমিত সাহুকে। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছেন অমিত। গ্রেফতার করা হয়েছে আরও এক জনকে। তিনি জবলপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, খুনের পর সানার দেহ নদীতে ছুড়ে ফেলে দেন অমিত। যদিও

পুনে, ১২ আগস্ট– নাগপুরের বিজেপি নেত্রী সানা খানকে খুনের ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার মধ্যপ্রদেশের জবলপুর থেকে গ্রেফতার করা হয়েছে সানার স্বামী অমিত সাহুকে। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছেন অমিত। গ্রেফতার করা হয়েছে আরও এক জনকে। তিনি জবলপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, খুনের পর সানার দেহ নদীতে ছুড়ে ফেলে দেন অমিত। যদিও এখন পর্যন্ত সানার দেহ উদ্ধার করা যায়নি।

নাগপুরের বাসিন্দা সানা বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য। জবলপুরে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর পরিবারের দাবি, গত ১ অগস্ট জবলপুরে ছিলেন সানা। সেই দিনই শেষ কথা হয়েছিল তাঁর সঙ্গে। বেসরকারি বাসে করে জবলপুরে গিয়েছিলেন সানা। সে শহরে পৌঁছনোর পরের দিন দেখা করার জন্য মাকে ফোন করেছিলেন বিজেপি নেত্রী। তার পরেই তিনি নিখোঁজ হয়ে যান বলে দাবি। সানার স্বামী-সহ ধৃত দু’জনকে শনিবার মহারাষ্ট্রের আদালতে হাজির করানো হবে।