• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দুই সন্তান এবং স্ত্রীর সঙ্গে আত্মহত্যা গুজরাতের কৃষকের, বাঁচল মেয়ে

ভাদোদরা, ১২ আগস্ট– দুই সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন গুজরাতের এক কৃষক। মর্মান্তিক এই ঘটনায় কৃষক, তাঁর স্ত্রী এবং নাবালক পুত্রের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন তাঁর কন্যা। যদিও তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, জুনাগড়ের বাসিন্দা  মৃত কৃষকের নাম বিকাশ রামনিক দুধাত্রা (৫০)। তাঁর স্ত্রী হিনা (৪৫) এবং

ভাদোদরা, ১২ আগস্ট– দুই সন্তান এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন গুজরাতের এক কৃষক। মর্মান্তিক এই ঘটনায় কৃষক, তাঁর স্ত্রী এবং নাবালক পুত্রের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন তাঁর কন্যা। যদিও তাঁর অবস্থা সঙ্কটজনক বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, জুনাগড়ের বাসিন্দা  মৃত কৃষকের নাম বিকাশ রামনিক দুধাত্রা (৫০)। তাঁর স্ত্রী হিনা (৪৫) এবং পুত্রের মৃত্যু হয়েছে। তাঁর এক পরিচিত প্রদীপ সাওয়ালিয়া পুলিশকে জানিয়েছেন, শুক্রবার সকালে তাঁকে ফোন করেছিলেন বিকাশ। তখন তিনি জানান, স্ত্রী, সন্তানদের সঙ্গে নিয়ে বিষ খেয়েছেন। বন্ধুর মুখে এ কথা শুনে চমকে উঠেছিলেন প্রদীপ। তাঁর দাবি, ফোন পাওয়ার পরই তিনি বিকাশের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বিকাশ, তাঁর স্ত্রী এবং দুই সন্তান। দ্রুত তিনি পুলিশকে খবর দেন। পড়শিদেরও ডেকে আনেন। চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিকাশ, তাঁর স্ত্রী এবং পুত্রকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কন্যা হ্যাপির অবস্থা সঙ্কটজনক বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর চিকিৎসা চলছে।