• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভাঙড়ে আইএসএফ নেতার বাড়িতে বিস্ফোরণ 

ভাঙড়, ১১ আগস্ট –  ফের বিস্ফোরণ ভাঙড়ে। শান্তি ফেরাতে যখন আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ তখন ভাঙড়ের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে উড়ে গেল আইএসএফ নেতার বাড়ির গোয়াল। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটার পর  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পলাতক আইএসএফ নেতা নাজিবুর রহমান। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান,

ভাঙড়, ১১ আগস্ট –  ফের বিস্ফোরণ ভাঙড়ে। শান্তি ফেরাতে যখন আইনশৃঙ্খলার দায়িত্ব নেওয়ার উদ্যোগ নিচ্ছে কলকাতা পুলিশ তখন ভাঙড়ের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে উড়ে গেল আইএসএফ নেতার বাড়ির গোয়াল। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটার পর  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পলাতক আইএসএফ নেতা নাজিবুর রহমান। ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে গ্রামবাসী সবাই জুম্মার নমাজ পড়তে গিয়েছিলেন। তখনই প্রবল জোরে শব্দ শুনতে পান তাঁরা। এর পর শোনা যায় নাজিবুরের গোয়ালে বিস্ফোরণ হয়েছে। এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বাড়ির পাশের গোয়ালটি। স্থানীয়দের দাবি, গোয়ালে গরু ছিল না। সম্ভবত সকেট বোমা মজুত ছিল সেখানে। সেখানেই কোনোভাবে বিস্ফোরণ ঘটে যায়। এদিনের বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনার পর থেকে খোঁজ নেই আইএসএফ নেতা নাজিবুর রহমানের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে তারা। এদিনের বিস্ফোরণে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে চালতাবেড়িয়ার কসবা গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় যেখানে সেখানে বোমা মজুত রয়েছে। পুলিশ বোমা উদ্ধারে তৎপর নয়।