• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

এবার পিএসজি ছাড়তে চান নেইমার জুনিয়রও!

ব্রাজিল:- মেসি, এমবাপের এবার পিএসজি ছাড়তে চান নেইমার। প্যারিসের ক্লাবে আর মন বসছে না ব্রাজিলিয়ান ফুটবলারের। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর মনোভাবের কথা ক্লাবের কর্মকর্তাদের জানিয়েও দিয়েছেন নেইমার। এমনটাই খবর পাওয়া গেছে। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। গত মরসুমের শেষে পিএসজির জার্সিতে মাঠে নামতেই পারেনি। চোট আঘাতের সমস্যা কাটিয়ে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক হুন্দাই

ব্রাজিল:- মেসি, এমবাপের এবার পিএসজি ছাড়তে চান নেইমার। প্যারিসের ক্লাবে আর মন বসছে না ব্রাজিলিয়ান ফুটবলারের। জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর মনোভাবের কথা ক্লাবের কর্মকর্তাদের জানিয়েও দিয়েছেন নেইমার। এমনটাই খবর পাওয়া গেছে। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। গত মরসুমের শেষে পিএসজির জার্সিতে মাঠে নামতেই পারেনি। চোট আঘাতের সমস্যা কাটিয়ে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিয়নবুক হুন্দাই মোটরসের সঙ্গে প্রাক্-মরসুম প্রীতি ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরেই জোড়া গোল করেন নেইমার। পিএসজির সমর্থকদের অনেকেই হয়তো তখন ভেবেছিলেন, আগামী মরসুমে এমন ছন্দেই দেখা যাবে ব্রাজিলিয়ান তারকাকে। কিন্তু সূত্রের খবর অনুযায়ী, গত রবিবার নেইমার পিএসজি বোর্ডের সঙ্গে দেখা করে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। এ বারের দলবদলের মরসুম শেষ হওয়ার আগেই প্যারিসের ক্লাব ছাড়তে চাইছেন নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে এই ক্লাবে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু বিগত কয়েক বছরে তাঁর পারফরম্যান্স একেবারেই মন ভরাতে পারেনি টিম ম্যানেজমেন্টের। গত মে মাসে পিএসজি সমর্থকেরা যে ভাবে বাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন, তা ভাল লাগেনি নেইমারের। এর পরেই তিনি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। ছয় মরশুম ধরে পিএসজির হয়ে খেলার পরেও ভক্তদের এই সমালোচনার কারণ বুঝতে পারছেন না এই ব্রাজিলিয়ান। জানা গিয়েছিল পিএসজি-ও তাঁকে রাখতে রাজি ছিল না। কিন্তু মেসিকে রাখার জন্য নেইমারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল পিএসজির। কিন্ত মেসি দল ছাড়ার পর কী সিদ্ধান্ত বদল করবেন পিএসজি কর্তারা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, ৩১ বছর বয়সী পুরানো ক্লাব বার্সায় ফিরতে চান। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সায় যাওয়ার ইচ্ছা থাকলেও কাতালানদের ভেতরে এ নিয়ে বিতর্ক চলছে।