• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আরও এক বছরের জন্য বাংলার হয়ে খেলতে চলেছেন মনোজ তিওয়ারি।

ভারত:- অবসর নিয়েও আবারও বাংলার হয়ে খেলতে চলেছেন মনোজ তিওয়ারি। এমনটাই জানা গিয়েছে। গত ৩রা আগস্ট আচমকাই ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অবসর নেন মনোজ তিওয়ারি। সিএবি কর্তাদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই তিনি এমন সিদ্ধান্ত নেন। যা নিয়ে বেশ অন্ধকারে চলে যায় বঙ্গ ক্রিকেট সংস্থা। কারণ বাংলার দলকে নেতৃত্ব দেন মনোজ তিওয়ারি। ফলে

ভারত:- অবসর নিয়েও আবারও বাংলার হয়ে খেলতে চলেছেন মনোজ তিওয়ারি। এমনটাই জানা গিয়েছে। গত ৩রা আগস্ট আচমকাই ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অবসর নেন মনোজ তিওয়ারি। সিএবি কর্তাদের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই তিনি এমন সিদ্ধান্ত নেন। যা নিয়ে বেশ অন্ধকারে চলে যায় বঙ্গ ক্রিকেট সংস্থা। কারণ বাংলার দলকে নেতৃত্ব দেন মনোজ তিওয়ারি। ফলে তাঁর এই আচমকা অবসরে বেশ চাপে পড়ে যায় সিএবি। পরিস্থিতি বুঝে আসরে নামেন সিএবির কর্তারা। কথা বলেন তাঁর সঙ্গে। মনে করা হচ্ছে তাতেই বরফ গলে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর। সূত্রের খবর, মনে করা হচ্ছে অবসর ভেঙে আরও এক বছরের জন্য বাংলার হয়ে খেলতে চলেছেন তিনি। যদিও সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেননি।মঙ্গলবার বিকালে সিএবি একটি সাংবাদিক সম্মেলন ডেকেছে। সেখানে উপস্থিত থাকবেন মনোজ তিওয়ারি এবং সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়। সেখানেই সরকারি ভাবে তা জানানো হবে। এমনটাই জানা গিয়েছে। তবে যদি সেটাই হয় তাহলে মাত্র ৫ দিনের ব্যবধানে নিজের সিদ্ধান্ত বদলের পথে হাঁটলেন মনোজ। যদিও তিনি আর এক বছর বাংলার হয়ে খেলবেন বলে জানা গিয়েছে সিএবি সূত্রের খবর। তাঁর নেতৃত্বে অনেক হেরে যাওয়া ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। যদিও তাঁর একটাই আফসোস, এই দলকে রঞ্জি জেতাতে পারেননি তিনি। কিন্তু ফের একবার সেই সুযোগ চলে এল মনোজ তিওয়ারির কাছে। যদিও এর আগে তিনি জানিয়েছেন বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করেই তারপর অবসর নেবেন। এমনকী গতবছর রঞ্জির ফাইনালে হারের পর তিনি ঠিক কী করবেন সেই সিদ্ধান্তে আসতে পারেননি তিনি। কিন্তু নতুন মরশুম শুরুর আগে হঠাৎ নিজের এই সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই অবাক করে সকলকে। অনেকে মনে করেন মনোজের বিকল্প নেই এই বাংলা দলে। তাই আসরে নেমে মনোজের কথা বলেন তারা। তাছাড়া মনোজ গত মরশুমেও যথেষ্ট ভালো ব্যাট করেছেন। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। তাই বাংলার ক্রিকেটের স্বার্থে নিজের সিদ্ধান্ত বদলের পথে হাঁটলেন এই সিনিয়র ক্রিকেটার।