• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রথমবার ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

কলকাতা:- প্রথমবার ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক তৈরি করা হচ্ছে। এবং এই বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরপর ফ্লপের পর তাঁর কেরিয়ারে আশার আলো দেখিয়েছিলেন সত্যপ্রেম কি কথা ছবিটি। তাই এক্সপেরিমেন্ট শুরু করলেন কার্তিক। এবার প্রথমবার বায়োপিক ছবিতে দেখা যাবে তাকে।

কলকাতা:- প্রথমবার ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক ছবিতে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক তৈরি করা হচ্ছে। এবং এই বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। পরপর ফ্লপের পর তাঁর কেরিয়ারে আশার আলো দেখিয়েছিলেন সত্যপ্রেম কি কথা ছবিটি। তাই এক্সপেরিমেন্ট শুরু করলেন কার্তিক। এবার প্রথমবার বায়োপিক ছবিতে দেখা যাবে তাকে। পরিচালক কবির খানের সঙ্গে জুটি বেঁধেছেন কার্তিক। তিনি তৈরি করছেন বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকরের বায়োপিক। ছবির নাম চন্দু চ্যাম্পিয়ন। আর এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এটি তাঁর প্রথম বায়োপিক ছবি। সূত্রের খবর, জানা গিয়েছে, ছবিতে একাধিক অবতারে দেখা যাবে অভিনেতাকে কার্তিককে। কখনও ভারী চেহারা তো কখনও অ্যাথলেটিকদের মতো বলিষ্ঠ চেহারা।১৯৬০ সালে কমনওয়েলথ গেমস ও ১৯৭২ সালে জার্মানিতে প্যারালিম্পিকে সোনা জেতেন বিখ্যাত ক্রীড়াব্যক্তিত্ব মুরলীকান্ত পেটকর। তাঁর জীবন নিয়েই তৈরি হচ্ছে চন্দু চ্যাম্পিয়ন। এই ছবিটি কার্তিকের কেরিয়ারে আনতে চলছে বিশেষ পরিবর্তন। কারণ প্রথমবার এমন কোনও বায়োপিকে দেখা যাবে তাঁকে। শেষ তাঁকে দেখা গিয়েছে সত্যপ্রেম কি কথা ছবিতে। কিয়ারা ও কার্তিকের প্রেম নিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। ‘সত্য প্রেম কি কথা’ ছবিতে দেখা গিয়েছিল। কার্তিক আইনের ছাত্র। কিন্তু, পড়াশোনায় খুবই খারাপ। সারাক্ষণ মা ও বোনের থেকে কটু কথা শোনে। হঠাৎ তার জীবনে আসে কিয়ারা। বড়লোক বাবার মেয়ে। সুন্দরী, শিক্ষিত মেয়েটির প্রেমে পড়ে সত্য ওরফে কিয়ারা। কার্তিক সিদ্ধান্ত নেয় কিয়ারাকে দূর থেকেই ভালোবাসবে। হঠাৎ ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায় সে। শুরু হল কিয়ারা ও কার্তিকের প্রেম কাহিনি। তবে, গল্পের কেন্দ্রে শুধু প্রেম নয়। বরং এক বিশেষ বার্তা দিয়েছেন পরিচালক। ছবি পরিচালনা করেছেন সমীর বিধ্বংস। ছবিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবানি, সুপ্রিয়া পাঠক, গজরাজ রাওষ শিখা তালসানিয়া, ঋতু শিবপুরী, কৌশিক মাহাতো, সিদ্ধার্থ রানদেরিয়া।