কলকাতা, ৭ আগস্ট – নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার চার শিক্ষক। আদালতে ডেকে চার ভুয়ো শিক্ষককে জেলে পাঠালেন বিচারক। সোমবার বিকেলে এঁদের ডেকে পাঠানো হয়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রথম গ্রেফতার হলেন টাকার বিনিময়ে চাকরি কেনা কোনও ভুয়ো শিক্ষক। ধৃতদের ২১ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।
নিয়োগ দুর্নীতিতে যাঁরা টাকার বিনিময়ে চাকরি কিনেছেন তাদের সিবিআই কেন গ্রেফতার করছে এই প্রশ্ন আগেও তোলে আদালত। এমনকী অভিযুক্ত ভুয়ো শিক্ষকদের সিবিআই এই মামলার সাক্ষী করায় তদন্তকারী আধিকারিকদের ভর্ৎসনাও করেন বিচারক। কিন্তু এরপরও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি সিবিআই।