কলকাতা, ৭ আগস্ট – বুদ্ধদেব ভট্টাচার্য এখন বাড়ি ফেরার মতো সুস্থ হয়ে উঠেছেন। এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত আলিপুরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালসূত্রে খবর, বুধবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তিনি কবে বাড়ি ফিরতে পারেন তা নিয়ে সোমবার বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় সব কিছু ঠিকঠাক থাকলে তাঁকে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবার তাঁর রক্তের কিছু পরীক্ষা এবং তার রিপোর্ট দেখে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানা গেছে। গত ২৯ জুলাই থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।