• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিশ্ব তিরন্দাজিতে সোনা জিতলেন  ভারতের ১৭ বছরের মেয়ে অদিতি  

বার্লিন, ৫ অগাস্ট –  বিশ্ব তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের ১৭ বছরের মেয়ে অদিতি গোপীচাঁদ স্বামী । মহিলাদের কমপাউন্ড বিভাগে সোনা জিতে নেন অদিতি। শুক্রবার গ্রুপেও সোনা জেতেন ভারতেরই তিন কন্যা। সেই গ্রুপেও ছিলেন অদিতি। শনিবার বিশ্ব মিটে সোনা জিতে অদিতি রেকর্ড গড়েন। এত অল্প বয়সে সিনিয়র পর্যায়ে বিশ্ব মিটে কেউ সোনা জিততে পারে নি। সেই নজির তৈরী করলেন মুম্বইয়ের মেয়ে অদিতি।

বার্লিন, ৫ অগাস্ট –  বিশ্ব তিরন্দাজিতে সোনা জিতলেন ভারতের ১৭ বছরের মেয়ে অদিতি গোপীচাঁদ স্বামী । মহিলাদের কমপাউন্ড বিভাগে সোনা জিতে নেন অদিতি। শুক্রবার গ্রুপেও সোনা জেতেন ভারতেরই তিন কন্যা। সেই গ্রুপেও ছিলেন অদিতি।

শনিবার বিশ্ব মিটে সোনা জিতে অদিতি রেকর্ড গড়েন। এত অল্প বয়সে সিনিয়র পর্যায়ে বিশ্ব মিটে কেউ সোনা জিততে পারে নি। সেই নজির তৈরী করলেন মুম্বইয়ের মেয়ে অদিতি। শুধু তাই নয়, বিশ্ব মিটে অদিতিই প্রথম তিরন্দাজ যিনি সোনা নিয়ে এলেন ভারতের জন্য। মাত্র ১১ বছর বয়সে তিরন্দাজি শুরু করেছিলেন । সেই মেয়েই ছয়বছরের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন। একমাস আগেই জুনিয়র বিশ্ব মিটেও একই বিভাগে সোনা জিতেছিলেন অদিতি। এবার সিনিয়র বিভাগেও অভিজ্ঞদের টেক্কা দিয়ে সোনা জিতেছেন তিনি।

ব্যক্তিগত কমপাউন্ড বিভাগের ফাইনালে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন মেক্সিকোর আন্দ্রেয়া বেসেরাকে ১৪৯-১৪৭ ব্যবধানে হারিয়ে দেন অদিতি।   ফাইনালে অদিতি ও আন্দ্রেয়ার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় কন্যার মাথায় ওঠে জয়ের মুকুট। বার্লিনের চলতি বিশ্ব মিটে ভারত ২টি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছে ।