উত্তরপ্রদেশ:- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানে নতুন খনিজ ব্লকগুলিকে বাড়াতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। একই সঙ্গে বালি সহ বিভিন্ন খনিজের বিকল্প যাতে খুঁজে বের করা যায় সেই বিষয়েও বার্তা দেন। যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ সরকারের প্রায় কয়েক বছর কেটে গিয়েছে। আর এই কয়েক বছরে বিজেপি শাসিত এই রাজ্যে ব্যাপক উন্নতি হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। এছাড়াও উত্তরপ্রদেশের পর্যটন ব্যবস্থাকেও ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই অবস্থায় এবার খনিজ উৎপাদনে জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, বালি উৎপাদনের উপরেও জোর দেওয়ার কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বিশেষ করে নদীর বাস্তুতন্ত্রের উপর খারাপ প্রভাব যাতে হ্রাস করা যায় সেজন্যেই এই নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে উন্নয়নে আরও গতি আনার কথা বলেছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। পাশাপাশি নদীগুলির সেচ যাতে ঠিক সময়ে শেষ করা যায় সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে। সে বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন তিনি। এক্ষেত্রে সেচ এবং খনন বিভাগকে বসে একটি প্ল্যান তৈরি করারও নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। বাজার মূল্য অনুসারে খনিজের দাম নির্ধারণের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। ব্লকগুলির নিলামের জন্য নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন করার নির্দেশও দিয়েছেন।