• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মনোজ তিওয়ারি।

ভারত:- মনোজ তিওয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। টুইটারে মনোজ শুধু লিখেছেন, থ্যাঙ্ক ইউ। গত ফেব্রুয়ারিতে ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে গিয়েছিল বাংলা। সেটাই মনোজের প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচ হয়ে রইল। বিধানসভার অধিবেশন চলার মধ্যেই ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত

ভারত:- মনোজ তিওয়ারি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন। টুইটারে মনোজ শুধু লিখেছেন, থ্যাঙ্ক ইউ। গত ফেব্রুয়ারিতে ইডেনে রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে গিয়েছিল বাংলা। সেটাই মনোজের প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচ হয়ে রইল। বিধানসভার অধিবেশন চলার মধ্যেই ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। মনোজের লক্ষ্য ছিল বাংলাকে রঞ্জি জিতিয়েই অবসর নেওয়ার। ২০১৯-২০ ও ২০২২-২৩ মরশুমের রঞ্জি ফাইনালে উঠেও কাপ অধরাই থেকে যায়। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা ও অভিমন্যু ঈশ্বরনের জায়গায় অধিনায়ক হওয়া মনোজ তিওয়ারি বাংলা দলকে উজ্জীবিত করতেও অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। বিধায়ক ও মন্ত্রিত্বের চাপ সামলেও মনোজ ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন বাংলাকে রঞ্জি জেতানোর মোটিভেশন নিয়েই। ফেসবুক বার্তায় ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানিয়ে মনোজ লিখেছেন, এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেও যা কোনওদিন স্বপ্নে ভাবিনি, সেটাও পেয়েছি এই খেলার কারণেই। ফলে এই খেলা এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকব। ক্রিকেটের সফরে পাশে পাওয়া কোচ, সতীর্থ-সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনোজ। কোচ মানবেন্দ্র ঘোষের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি না থাকলে আজ এই জায়গায় পৌঁছনো সম্ভব হতো না বলেও জানিয়েছেন মনোজ। বাবা-মা পড়াশোনার জন্য চাপ না দিয়ে ক্রিকেট খেলায় যেভাবে উৎসাহিত করতেন সে কথাও জানান মনোজ। তাঁর কেরিয়ারে স্ত্রী সুস্মিতার অবদানের কথাও উল্লেখ করেছেন মনোজ। ক্রিকেটপ্রেমীদের প্রতিও কৃতজ্ঞতা নিবেদন করেছেন মনোজ। আজ সকালেই ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক বার্তা দিয়েছিলেন। তার কিছু সময় পরেই ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত। মনোজ ভারতের হয়ে ১২টি একদিনের আন্তর্জাতিক খেলেছেনষ ২৮৭ রান করেছেন, ১টি শতরান রয়েছে। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। ২০১১ সালের ১১ ডিসেম্বর চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০৪ রানে অপরাজিত ছিলেন। ২০১২ সালের অগাস্টে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৬৫। তারপর দেশের বাইরেই চারটি ম্যাচে ব্যর্থ হওয়ায় বাদ পড়েন।৩টি টি ২০ আন্তর্জাতিকে ১৫ রান করেন। ১৪১টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৯০৮ রান করেছেন, ২৯টি শতরান ও ৪৫টি অর্ধশতরান রয়েছে। লিস্ট এ-তে ১৬৯ ম্যাচে ৫৫৮১ রান করেছেন ৬টি শতরান ও ৪০টি হাফ সেঞ্চুরি-সহ। ১৮৩টি টি ২০ ম্যাচে ৩৪৩৬ রান রয়েছে মনোজের, ১৫টি অর্ধশতরান-সহ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩২টি, লিস্ট এ-তে ৬৩টি ও টি ২০-তে ৩৪টি উইকেট রয়েছে মনোজ তিওয়ারির।