• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মহিলা ফুটবল বিশ্বকাপে প্রথম মহিলা ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলবেন হিজাব পরে।

ভারত:- প্রথম মহিলা ফুটবলার হিসেবে সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে হিজাব পরে খেলবেন নুহাইলা বেঞ্জিনা। মহিলা ফুটবল বিশ্বকাপের আসরে ইতিহাসে নাম লেখালেন তিনি। মরক্কোর প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও ডিফেন্ডার বেঞ্জিনা খেললেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে। ম্যাচের ফলাফলের থেকেও শেষ অবধি তিনিই কেড়ে নিলেন প্রচারের যাবতীয় সার্চলাইট। হিজাব পরে ফুটবল খেলে।বিভিন্ন দেশের সরকার,

ভারত:- প্রথম মহিলা ফুটবলার হিসেবে সিনিয়র পর্যায়ের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে হিজাব পরে খেলবেন নুহাইলা বেঞ্জিনা। মহিলা ফুটবল বিশ্বকাপের আসরে ইতিহাসে নাম লেখালেন তিনি। মরক্কোর প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ না পেলেও ডিফেন্ডার বেঞ্জিনা খেললেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে। ম্যাচের ফলাফলের থেকেও শেষ অবধি তিনিই কেড়ে নিলেন প্রচারের যাবতীয় সার্চলাইট। হিজাব পরে ফুটবল খেলে।বিভিন্ন দেশের সরকার, ফুটবলার, ফুটবল সংস্থার আধিকারিক, নারীবাদী সংগঠন-সহ বিভিন্ন মহলের দাবিকে মান্যতা দিয়ে হিজাব পরে ফুটবল খেলার উপর থাকা নিষেধাজ্ঞা ২০১৪ সালে ফিফা তুলে নিয়েছিল। স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত কারণেই জারি ছিল নিষেধাজ্ঞাটি। যদিও তা ওঠার এতদিন পরেও আন্তর্জাতিক ফুটবলে কাউকে হিজাব পরে দেশের হয়ে খেলতে দেখা যায়নি। মরক্কোর প্রথম ম্যাচে জার্মানির কাছে ০-৬ গোলে পরাস্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে রক্ষণভাগে আস্থা রাখা হয় বেঞ্জিনার উপর। তিনি হিজাব পরে খেলার পাশাপাশি রক্ষণভাগে আস্থার মর্যাদাও দিলেন। একটি হলুদ কার্ডও দেখেন। তবে মরক্কো ম্যাচটি জিতেছে ১-০ গোলে। আরব বা উত্তর আফ্রিকার দেশগুলির মধ্যে মরক্কোয় প্রথম মহিলা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। বেঞ্জিনাকে দেখে আগামী দিনে অনেক মুসলিম মেয়ে অনুপ্রাণিত হবে বলে আশাবাদী নারীবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। বেঞ্জিনা খেলেন অ্যাসোসিয়েশনস স্পোর্টস অব ফোর্সেস আর্মড রয়্যালের হয়ে। মরক্কোর মহিলা লিগে ৮ বারের চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটি।