ইম্ফল, ২৬ জুলাই – ফের অগ্নিগর্ভ মণিপুর। আক্রান্ত নিরাপত্তা বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর দুটি বাসে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। মণিপুরের কংগোকপি জেলায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায়ই ঘটনা ঘটনা ঘটে। বুধবার মণিপুরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশন। মণিপুরে শান্তি ফেরাতে সরকারকে সক্রিয় উদ্যোগ নেওয়ার কথা বলেছে কমিশন।
গত ৪ মে থৌবল এবং কঙ্গোপকপি জেলায় সীমানায় জনজাতি গোষ্ঠীর দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো এবং ধর্ষণের অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, নাগাল্যান্ডের ডিমাপুর থেকে জেলাসদরে যাওয়ার পথে সাপোরমেইনা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অবরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনীর দু’টি বাস। সে সময় বাস দু’টিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।