• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলাদেশ থেকে আগতদের ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক।

কলকাতা:- রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে এবার বাংলাদেশ থেকে আগতদের ডেঙ্গি পরীক্ষা বাধ্যমূলক করার আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। তাদের আবেদন, এব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলুক রাজ্য। রাজ্যে গত কয়েক দিন ধরেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বিশেষ করে কলকাতার লাগোয়া ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গির দাপট বেশি। সূত্রের খবর, কলকাতা পুরসভার দাবি, রাজ্যে ডেঙ্গি আমদানি হচ্ছে নাকি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে

কলকাতা:- রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে এবার বাংলাদেশ থেকে আগতদের ডেঙ্গি পরীক্ষা বাধ্যমূলক করার আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। তাদের আবেদন, এব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলুক রাজ্য। রাজ্যে গত কয়েক দিন ধরেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বিশেষ করে কলকাতার লাগোয়া ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গির দাপট বেশি। সূত্রের খবর, কলকাতা পুরসভার দাবি, রাজ্যে ডেঙ্গি আমদানি হচ্ছে নাকি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে ভারতে আসা লোকেরা অনেকেই ডেঙ্গির বাহক। তাদের থেকেই ডেঙ্গি ছড়াচ্ছে কলকাতায়। এই সমস্যার সমাধানে ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক করার আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। রাজ্য সরকারকে চিঠি দিয়ে কলকাতা পুরসভার তরফে আবেদন করা হয়েছে, বিষয়টি নিয়ে যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে রাজ্য। বিশেষজ্ঞদের মতে কলকাতা পুরসভার উদ্বেগ থাকলেও সীমান্তে আগতদের রক্ত পরীক্ষা করানোর যথেষ্ট কঠিন। রোজ বাংলাদেশ থেকে ভারতে আসেন কয়েক হাজার মানুষ। এত মানুষের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা সীমান্তে গড়ে তোলা সম্ভব নয়। আর করা গেলেও খরচ কে বহন করবে তা নিয়েও বিতর্ক শুরু হতে পারে। তার থেকে ২৪ ঘণ্টা বা তার কম পুরনো ডেঙ্গি পরীক্ষার রিপোর্টকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশে ভুয়ো রিপোর্ট জোগাড় করা কোনও কঠিন কাজ নয়।