• facebook
  • twitter
Tuesday, 26 November, 2024

কলকাতার ট্র্যাশে ডাউনলোড, আনলক!

কলকাতা : বর্তমান সময় বলতে গেলে পুরোটাই ডিজিটাল। তবে এই ডিজিটাল সবটির সঙ্গে জুড়েছে আর একটি কথা ডিজিটাল পরিচ্ছন্নতা। যা এখন একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আলোচনা হচ্ছে কলকাতার কিছু জায়গায় ডাস্টবিনের আসে পাশে পড়ে থাকা কিছু অদ্ভুত আবিষ্কারকে ঘিরে। প্রিন্সেপ ঘাট, বাগবাজার লঞ্চ ঘাট এবং ময়দানজুড়ে বিভিন্ন ময়লা ফেলার জায়গায়, “ডাউনলোড”, “আনলক” এবং “সার্চ”

কলকাতা : বর্তমান সময় বলতে গেলে পুরোটাই ডিজিটাল। তবে এই ডিজিটাল সবটির সঙ্গে জুড়েছে আর একটি কথা ডিজিটাল পরিচ্ছন্নতা। যা এখন একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আলোচনা হচ্ছে কলকাতার কিছু জায়গায় ডাস্টবিনের আসে পাশে পড়ে থাকা কিছু অদ্ভুত আবিষ্কারকে ঘিরে। প্রিন্সেপ ঘাট, বাগবাজার লঞ্চ ঘাট এবং ময়দানজুড়ে বিভিন্ন ময়লা ফেলার জায়গায়, “ডাউনলোড”, “আনলক” এবং “সার্চ” লেবেলযুক্ত বোতামগুলি পাওয়া গেছে, যা আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে কৌতূহলী প্রশ্ন সৃষ্টি করে। দু দিন আগে আইটি শহর বেঙ্গালুরুতে এরকম কিছু দেখা গেছিলো। ডাস্টবিনের পাশে এই বোতামগুলির সংমিশ্রণ দেখে কলকাতা বাসিন্দাদের মধ্যে একটি কৌতূহল ও প্রত্যাশা জন্ম নিয়েছে।