• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সপ্তাহান্তের ঘুরে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে।

কলকাতা:- বর্ষায় অনেকেরই খুব একটা দূরে কোথাও যেতে ইচ্ছে করে না। কলকাতার মধ্যেই রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। সপ্তাহান্তের একদিনের ছুটিতে অনায়াসে বেড়িয়ে আসা যায় সেখান থেকে। কলকাতার কাছেই এমনই একটি অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হল কোটরাখালি।বর্ষা মানেই বৃষ্টি-জল-কাদা। অনেক জায়গায় আবার জল জমে যায়। গাড়ি নিয়েও বেরোনো বিপদ। সেকারণে অনেকেই বর্ষায় দূরে কোথাও যেতে চান না।

কলকাতা:- বর্ষায় অনেকেরই খুব একটা দূরে কোথাও যেতে ইচ্ছে করে না। কলকাতার মধ্যেই রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। সপ্তাহান্তের একদিনের ছুটিতে অনায়াসে বেড়িয়ে আসা যায় সেখান থেকে। কলকাতার কাছেই এমনই একটি অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হল কোটরাখালি।বর্ষা মানেই বৃষ্টি-জল-কাদা। অনেক জায়গায় আবার জল জমে যায়। গাড়ি নিয়েও বেরোনো বিপদ। সেকারণে অনেকেই বর্ষায় দূরে কোথাও যেতে চান না। সেকারণে বর্ষাতে বাড়িতেই থাকতে চান অনেকে। কাছে পিঠে কোথাও এই সময় বেড়াতে যেতে চান তাঁরা। কলকাতার কাছাকাছি রয়েছে এরকম অনেক জায়গা। এমনই একটি জায়গা দক্ষিণ ২৪ পরগনার কোটরাখালি।শহরের যান্ত্রিক জীবন থেকে একটু দূরে কিছুটা সময় কাটাতে হলে ঘরের কাছেই অপেক্ষা করছে কোটরাখালি। দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট একটা গ্রাম কোটরা খালি। হানা নদীর পাড়ে এই জায়গাটা একেবারে খুবই সুন্দর। এখানে আসতে হলে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে আসতে হয়।   গ্রামের পরিবেেশ কয়েকটা দিন কাটিয়ে যেতে মন্দ লাগবে না। মাছ ধরা, সবজির খেতে ঘুরে বেড়ানো এখানে থাকার জায়গা একটা কোটরাখালি রিভারসাইড। খুব বেশি লোকের থাকার জায়গা নেই। গ্রামের লোকেরা এই জায়গাটিকে কাছারি বাড়ি বলেই জানেন। গোটা জায়গাটি খুবই সুন্দর। এখানে বড় বড় দুটি পুকুর রয়েছে। সেখানে মাছ ধরার মাচা করা আছে। বাগান বাড়ির মধ্যে ফুলের বাগান। সবজির চাষ দেখলে মন ভরে যাবে। আগে থেকে বলা থাকলে নৌকা বিহারের ব্যবস্থাও করা থাকে। অনেক গুলি মাছের ভেরি রয়েছে। বর্ষা কালে গরম গরম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়। শীতকালে বিদেশি পাখিরাও হাজির হয়। বর্ষার ঝিরঝিরে বষ্টিতে গ্রামের বাড়িতে থাকার একটা আলাদা মজাই পাওয়া যাবে এখানে।