• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তাড়াতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু ২ জনের  

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণেই মৃত্যু হল হুলা পার্টির দুই জন সদস্যের। এই ঘটনায় আহত হয়েছেন ওই হুলা পার্টির আরও বেশ কয়েক জন সদস্যের। শুক্রবার ভোর রাতে ঝাড়গ্রাম বন বিভাগের রামরমা বিটের বড়বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। হাতির হানায় মৃত দুই যুবক আঠেরো বছরের তিলকা মুর্মু ও ৩৪ বছরের    গৌরাঙ্গ মাহাতো। তাদের

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণেই মৃত্যু হল হুলা পার্টির দুই জন সদস্যের। এই ঘটনায় আহত হয়েছেন ওই হুলা পার্টির আরও বেশ কয়েক জন সদস্যের। শুক্রবার ভোর রাতে ঝাড়গ্রাম বন বিভাগের রামরমা বিটের বড়বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। হাতির হানায় মৃত দুই যুবক আঠেরো বছরের তিলকা মুর্মু ও ৩৪ বছরের    গৌরাঙ্গ মাহাতো। তাদের দু’জনের বাড়ি ঝাড়গ্রাম থানার মোহনপুর এলাকায়।

বন দফতর সূত্রে খবর, লোধাশুলি রেঞ্জের ভাওদা এলাকা জুড়ে ১৫টি হাতির দল গত বেশ কয়েক দিন ধরে ঘোরা ফেরা করছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা শুরু  হয়। বন দফতরের কর্মী ও লোধাশুলি রেঞ্জের ৩০ জন হুলা পার্টির সদস্য মিলে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করে। হূল পার্টির পরিকল্পনা ছিল , ভাওদা থেকে বাঁশতলা হয়ে কংসাবতী নদী পার করিয়ে চাঁদড়ার জঙ্গলে পাঠানো হবে হাতির দলটিকে।

সেই মতো দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-টাটানগর শাখার রেল লাইন পার করিয়ে বড়বাড়ি এলাকায় ঢুকিয়ে দেওয়া হয় হাতির দলটিকে। সেই সময় দল ছুট হয়ে একটি হাতি হুলা পার্টির সদস্যদের দিকে তেড়ে আসে। ওই দলের আরও কয়েকজন এই ঘটনা আহত হন। এরপরই আহতদের ঘটনারস্থল থেকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল ও কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কর্তব্যরত চিকিৎসক হুলা পার্টির দু’জন সদস্যকে মৃত ঘোষণা করেন এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আপাতত সন্তোষ রানা নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসাধীন হুলা পার্টির সদস্য সন্তোষ রানা বলেন, ‘হাতির দলকে ড্রাইভ করার সময় একটি হাতি হঠাৎ  আমাদের উপর আক্রমণ চালায়। হাতিটি আমাদেরকে মাটির সঙ্গে পিষে দেওয়ার চেষ্টা করে। ওইখানেই আমাদের দু’জন হুলা পার্টির সদস্যের মৃত্যু হয় এবং আমরা বেশ কয়েকজন গুরুতর আঘাত পাই ।’
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন ঝাড়গামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বনদফতর এবং হুলা পার্টি সদস্যরা একযোগে হাতির দলটিকে ড্রাইভ করছিল। সেই সময় একটি হাতি তাদের উপর হামলা চালায় । ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।’