• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বড়পর্দায় ‘তিলোত্তমা’ নিয়ে আসতে চলেছে নীল-তৃণা জুটি।

কলকাতা:-  টলিউডের ছোটপর্দার সেরা জুটি নীল-তৃণা একসঙ্গে বড় পর্দায় কাজ করতে চলেছেন। ছবির নাম ‘তিলোত্তমা’। পরিচালনায় সৌম্যজিৎ আদক। এই জুটির ভক্তদের জন্য এটা দারুণ খবর বলা যেতেই পারে। কিন্তু এই ছবিতে জুটি তো দূরে থাক… ছবির একটা দৃশ্যেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না দম্পতিকে। সূত্রের খবর, ছবিতে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে

কলকাতা:-  টলিউডের ছোটপর্দার সেরা জুটি নীল-তৃণা একসঙ্গে বড় পর্দায় কাজ করতে চলেছেন। ছবির নাম ‘তিলোত্তমা’। পরিচালনায় সৌম্যজিৎ আদক। এই জুটির ভক্তদের জন্য এটা দারুণ খবর বলা যেতেই পারে। কিন্তু এই ছবিতে জুটি তো দূরে থাক… ছবির একটা দৃশ্যেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে না দম্পতিকে। সূত্রের খবর, ছবিতে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তৃণাকে। তাঁর অভিনীত চরিত্রের নাম অরুণিমা। তৃণা বললেন, ‘সিনেমাটায় আমরা একসঙ্গে আছি। তবে আমাদের একসঙ্গে কোনও সিন নেই। আমাদের দুজনের দুটো ভিন্ন ট্র্যাক। এর আগে আমরা একসঙ্গে সিরিয়াল বা সিনেমা না করলেও শর্ট ফিল্ম করেছি। ভালো লাগছে’। গল্পের বিষয় নিয়ে বেশিকিছু বলেননি অভিনেত্রী। সৌম্যজিতের হাত ধরেই বড় পর্দায় দ্বিতীয় ইনিংস শুরু করছেন নীল। সেই ছবির নাম ‘গুডবাই ভেনিস’। আর ইতিমধ্যেই একই পরিচালকের সঙ্গে দ্বিতীয় কাজ সেরে ফেললেন নীল। ‘তিলোত্তমা’য় একজন মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে নীলকে। সৌম্যজিৎ, নীল-তৃণার এমবিএ ক্লাসের বন্ধু। যদিও নায়িকার কথায়, ‘শ্যুটিং সেটে সবাই পেশাদার, সেখানে অফস্ক্রিনে বন্ধু বা স্বামী কোনওটাই ম্যাটার করে না। সেখানে পরিচালক তাঁর মতো থাকে। প্যাক-আপ হয়ে গেলে আবার সমীকরণটা আলাদা।’ টেলিভিশন থেকে আপতত দূরে তৃণা। ছোটপর্দার প্রথম সারির নায়িকা তৃণা। ‘খড়কুটো’র মতো সুপারহিট মেগা সিরিয়ালের পর মাত্র দু-মাসেই শেষ হয়েছে ‘বালিঝড়’। সেই প্রশ্ন রাখতেই অভিনেত্রী বললেন, ‘কবে ফিরব না জানি না। যবে চ্যানেল আমার জন্য একটা ভালো গল্প আনবে। যবে আমি চাইব (কাজটা) আমি করি, চ্যানেলও চাইবে আমি করি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই ফিরব’। তিলোত্তমা’য় নীল-তৃণা ছাড়াও অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত নবাগতা রাই। একটি অনাথ আশ্রমের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ছবির গল্প। এক কথায় নিঃস্বার্থ ভালোবাসার গল্পই এই ছবির বিষ়বস্তু। বুধবারই শেষ হল ছবির শ্যুটিং পর্ব। সূত্রের খবর, ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে।