• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পুরীতে সুদীপার রান্নাঘরের নামে চলেছে ভুয়ো ব্যবসা!

কলকাতা:- সুদীপার রেস্তরাঁয় খাবার খেয়ে নাকি অনেকে অসুস্থ হয়ে পড়ছে। কেউ ছুটছেন বাথরুমে তো কেউ ছুটছেন হাসপাতালে। পুরী বেড়াতে গিয়ে সুদীপার হেঁশেলের খাবার খেয়েই নাকি এরকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। এমন অভিযোগ শুনেই চিন্তায়  সুদীপা এবং তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। একথা হয়ত অনেকেই জানেন যে, বিগত কয়েক বছর আগেই দক্ষিণ কলকাতায় সুদীপা উদ্বোধন করেছেন

কলকাতা:- সুদীপার রেস্তরাঁয় খাবার খেয়ে নাকি অনেকে অসুস্থ হয়ে পড়ছে। কেউ ছুটছেন বাথরুমে তো কেউ ছুটছেন হাসপাতালে। পুরী বেড়াতে গিয়ে সুদীপার হেঁশেলের খাবার খেয়েই নাকি এরকম অবস্থার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। এমন অভিযোগ শুনেই চিন্তায়  সুদীপা এবং তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। একথা হয়ত অনেকেই জানেন যে, বিগত কয়েক বছর আগেই দক্ষিণ কলকাতায় সুদীপা উদ্বোধন করেছেন তার ‘সুদীপার রান্নাঘর’। লোগো তৈরি করেছেন নিজে পছন্দ করে। আর সেই লোগো-কেই কাজে লাগিয়ে নাকি একাধিক রেস্তোরাঁ গড়ে উঠেছে কলকাতার আনাচে কানাচে।দক্ষিণ কলকাতার চট্টোপাধ্যায় বাড়িতে সকাল থেকে আসছে একের পর এক ফোন। সকলেই অভিযোগ জানাছেন, সুদীপার রেস্তোরাঁর খাবার খেয়েই নাকি ঘটেছে বিপত্তি। এত অভিযোগ জমা পড়তেই মাথায় হাত দিয়ে বসে পড়েছেন সুদীপা। নিরবতা ভেঙে তিনি জানিয়েছেন, ঐ রেস্তোরাঁ তার নয়। কলকাতার মত হয়ত পুরীতেও তার লোগো নকল করে ভুয়ো ব্যবসা করছে কেউ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট-ও করছেন তিনি। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, ছেলে আদিকে নিয়ে আমার খুবই শান্তির জগৎ এখন। তার মধ্যে এ সব ঝামেলা হলে সত্যিই ভাল লাগে না। লর্ডসের মোড়ে আমার নামে একটা রেস্তরাঁ চলে জানতাম, কিছু বলিনি। কোলাঘাটে একটি রেস্তরাঁ না জানিয়েই আমার ছবি ব্যবহার করে, কিছু বলিনি। কিন্তু এ ক্ষেত্রে আর চুপ থাকতে পারলাম না। আমি আইনি পদক্ষেপ নেব। পুরীর যে রেস্তোরাঁর খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তারা সাথে সুদীপার কোনও সম্পর্ক নেই। তবে সেই দোকানের খাবার খেয়ে যদি কারো কিছু হয়ে যায়! আপাতত সেই ভয়ে রয়েছেন সঞ্চালিকা সুদীপা। তিনি জানিয়েছেন, বিষয়টা নিয়ে ভালো কোন আইনজীবীর সঙ্গে কথা বলবেন তিনি।