ভারত:- ইতিমধ্যেই কোচের দাবি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কিন্তু কোচের সঙ্গে সহমত প্রকাশ করলেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। রবিবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এশিয়া কাপের আগে দীর্ঘমেয়াদী শিবিরের কথাই জানিয়েছেন সুনীল। এএফসি এশিয়ান কাপ শুরু হতে ছয় মাস বাকি। এশিয়ার সেরা মঞ্চে ফের একবার খেলার সুযোগ পেয়েছে ভারত। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপের আগে এক মাসের একটি শিবির করতে চান ইগর স্টিমাচ। সূত্রের খবর, ভারত অধিনায়ক বলেছেন, এএফসি এশিয়ান কাপে আমাদের খেলতে হবে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়ার বিরুদ্ধে। এক মাসের শিবিরের পাশাপাশি এশিয়ার শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছেন ক্যাপ্টেন। দেশের জার্সিতে যখন যখনই নেমেছেন সুনীল ছেত্রী, প্রতিবার ঝলসে উঠেছেন তিনি। আরও একবার তা দেখা গেল সাফ চ্যাম্পিয়নশিপে। আন্তর্জাতিক ম্যাচে সুনীল ছেত্রীর গোলসংখ্যা এখন ৯২। তাঁর সামনে বিশ্বফুটবলের মহাতারকারা। লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সুনীল ছেত্রী বলেছেন, ব্যক্তিগত রেকর্ড নয় দেশের হয়ে পারফর্ম করাটাই সুনীলের কাছে প্রধান লক্ষ্য। সুনীল জানিয়ছেন, দেশকে নিজের সেরাটা দেওয়ার প্রসঙ্গ উঠলে আমি রোনাল্ডো এবং মেসিকেও পিছনে ফেলে দেব।