• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দিল্লির আইআইটি-র হস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

দিল্লি, ৯ জুলাই  –  ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হস্টেলের ঘর থেকে। শনিবার রাতে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রাবাসে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । ছাত্রের সহপাঠীরাই হস্টেলে তার ঘরে তাকে দেখতে পায়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। যদিও তাঁর ঘর খুঁজে কোনও সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর ।

দিল্লি, ৯ জুলাই  –  ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হস্টেলের ঘর থেকে। শনিবার রাতে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্রাবাসে ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । ছাত্রের সহপাঠীরাই হস্টেলে তার ঘরে তাকে দেখতে পায়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। যদিও তাঁর ঘর খুঁজে কোনও সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর ।

আইআইটির ওই ছাত্রের বয়স ২০ বছর। নাম আয়ুষ আশনা। উত্তরপ্রদেশ থেকে দিল্লির আইআইটিতে বিটেক পড়তে এসেছিলেন তিনি। আগামী বছর তাঁর বি-টেক ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষার আগেই হঠাত তাঁর আত্মহত্যার খবরে  হস্টেলে শোকের আবহ।

আইআইটি কর্তৃপক্ষ জানান, আয়ুষের ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ কোনও সুইসাইড নোট বা চিঠি পায়নি। তাঁরা আয়ুষের সহপাঠীদের সঙ্গেও কথা বলেন। আইআইটির তরফে খবর দেওয়া হয় আয়ুষের পরিবারকে।  মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক দু’দিন আগেই উত্তরপ্রদেশের আরও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে রাজস্থানের কোটায়। বাহাদুর সিং নামে ওই ছাত্র আইআইটিতে ভর্তির পরীক্ষা আইআইটি জেইই-র প্রশিক্ষণ নিতে মাস দুয়েক আগে কোটায় আসেন। ১৭ বছর বয়সি ওই ছাত্রটির বাড়ি উত্তরপ্রদেশের রামপুরে। কোটায় এক বন্ধুর সঙ্গে পেয়িং গেস্ট হিসাবে থাকছিলেন তিনি।  কাজ থাকায় শুক্রবার বন্ধুটি ভাড়ার বাড়িতে ছিলেন না। শনিবার সকালে বাড়ি ফিরে তিনি দেখেন, দরজা ভিতর থেকে আটকানো। পুলিশ এসে দরজা ভেঙে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে। বন্ধুর অনুপস্থিতিতে ওই ছাত্র আত্মহত্যা করেন বলে পুলিশের অনুমান।  ঘটনার তদন্ত করছে পুলিশ।