মুম্বাই:- নাকে এক বিশেষ অস্ত্রোপচার হয়েছে কিং খানের। অপারেশনের পর দেশে ফিরলেন শাহরুখ খান। বুধবার মুম্বাই এয়ারপোর্টে তাকে তার স্ত্রী গৌরি খান ও তার ছোট ছেলে আব্রামকে দেখা গেল। খবর এসেছিল শাহরুখ কানের নাকের অপারেশনের কথা। ছবির কাজে বেশ কিছুদিন ধরে দেশের বাইরে আছেন বাদশা। লস অ্যাঞ্জেলেসে শ্যুটিং চলছিল। হঠাৎই চোট পান বাদশা। নাক দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। তারপর নাকে এক বিশেষ অস্ত্রোপচার হয়েছে শাহরুখের। সেই অপারেশনের পর দেশে ফিরলেন বাদশা। সূত্রের খবর, গতকাল শোনা গিয়েছিল, অপারেশনের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় আছেন বাদশা। শ্যুটিং সেটে চোট পেয়ে নাক দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে অপারেশন করতে হয়। শোনা গিয়েছিল, অপারেশন করেই নাকের রক্ত বন্ধ করা হয়। কিন্তু, বুধবার মুম্বই এয়ারপোর্টে তাঁর নাকে কোনও রকম ব্যান্ডেজ দেখা যায়নি। ফলে, তাঁর চোট যে তেমন গুরুতর ছিল না সে বিষয় নিশ্চিত বোঝা গিয়েছে। এর আগেও একাধিক তারকা শ্যুটিং সেটে আহত হয়েছে। এর আগে বাদশাও ছবির সেটে আহত হয়েছিলেন। চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিং করতে গিয়ে ২০১৩ সালে আঘাত পান। সে সময় তাঁকে কাঁধে অস্ত্রোপচার করতে হয়েছিল। ২০১৭ সালে রাইস ছবির শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন বাদশা।
তাঁর মতো অনেক তারকা শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন। যেমন- অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, অক্ষয় কুমার, শাহিদ কাপুর ও ঐশ্বর্য রাই এর মত সেলিব্রিটিরা। তবে জানা গিয়েছে, আপাতত সুস্থ আছেন কিং খান।