দিল্লি, ৫ জুলাই– কিছুদিন আগেই কোর্ট চত্বরে দুষ্কৃতীর গুলিতে আহত হন আইনজীবী। তারআগে কোর্টচত্বরেই স্ত্রীকে গুলি করেন স্বামী। কিন্তু এবার যে ঘটনা ঘটল তা আইনের ক্ষেত্রে মারাত্মক। কোর্ট চত্বরে দাঁড়িয়ে গুলি চালালেন স্বয়ং আইনজীবীই। জানা গেছে, আইনজীবীদের মধ্যে বচসা, তার জেরে গুলি চলল দিল্লির তিস হাজার কোর্টের পশ্চিম উইংয়ে। গুলি চালনায় অভিযুক্ত ওই আদালতেরই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মণীশ শর্মা। আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে, চেম্বার এবং পার্কিংয়ের জায়গা নিয়ে সচিব অতুল শর্মার সঙ্গে ঝগড়া হয় মণীশের। তার জেরেই গুলি চালানোর অভিযোগ। আদালত সূত্রে জানা গিয়েছে, গুলি চালনার ঘটনায় কেউ আহত হননি।
তিস হাজারি ঘটনার তীব্র নিন্দা করেছেন দিল্লি বার কাউন্সিলের চেয়ারম্যান কেকে মনন। তিনি বলেন, ‘‘এই ঘটনার তদন্ত হবে। যে অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছে, তার লাইসেন্স রয়েছে কিনা, খতিয়ে দেখা হবে। অস্ত্রের লাইসেন্স থাকলেও কোনও আইনজীবী আদালতে বা তার আশপাশে তা ব্যবহার করতে পারেন না।’’