প্রথমে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন রাজি হয়নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কমিশন। কিন্তু সেখান থেকে আবার হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় মামলা। কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হবে সেটাও ঠিক করতে চাইছিল না কমিশন। শেষে তা নিয়ে সিদ্ধান্ত হলেও কোথায় কী বাহিনী বণ্টন হবে সেটা ঠিক করে দিয়েছে হাইকোর্ট।