• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শ্রদ্ধা কাণ্ডের ছায়া ভোপালে, ফ্রিজে ‘সংরক্ষিত’ স্ত্রীর মৃতদেহ

ভোপাল, ৩ জুলাই– ফের দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া। স্ত্রীর দেহ ফ্রিজে রেখে পুলিশের হাতে স্বামী। যদিও তার দাবি স্ত্রী নাকি জন্ডিসে মারা গেছেন। কিন্তু ছেলে বাইরে থাকে, সে না ফেরা পর্যন্ত স্ত্রীর দেহ সৎকার করতে চাননি। তাই ফ্রিজে ভরে রেখেছিলেন মৃতা স্ত্রীর দেহ । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। মৃতার ভাই থানায় অভিযোগ দায়ের করেন,

ভোপাল, ৩ জুলাই– ফের দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া। স্ত্রীর দেহ ফ্রিজে রেখে পুলিশের হাতে স্বামী। যদিও তার দাবি স্ত্রী নাকি জন্ডিসে মারা গেছেন। কিন্তু ছেলে বাইরে থাকে, সে না ফেরা পর্যন্ত স্ত্রীর দেহ সৎকার করতে চাননি। তাই ফ্রিজে ভরে রেখেছিলেন মৃতা স্ত্রীর দেহ ।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। মৃতার ভাই থানায় অভিযোগ দায়ের করেন, তাঁর দিদিকে খুন করেছে জামাইবাবু। সেই অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। এরপরেই অভিযুক্তের বাড়ির ভিতর ফ্রিজ থেকে ৪০ বছর বয়সি মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জেরায় অভিযুক্ত দাবি করেছে, তার স্ত্রী সুমিত্রি ৩০ জুন মারা গিয়েছেনা, কিন্তু যেহেতু দম্পতির ছেলে কর্মসূত্রে বাইরে থাকে, তাই ছেলে এসে না পৌঁছানো পর্যন্ত স্ত্রীর দেহ সৎকার না করার সিদ্ধান্ত নিয়েছিল সে। দেহটি সংরক্ষণের উদ্দেশেই ফ্রিজে রেখেছিল বলে পুলিশের কাছে দাবি করেছে অভিযুক্ত।

যদিও জামাইবাবুর এই দাবি মানতে চায়নি সুমিত্রির ভাই অভয়। তাঁর দাবি, জামাইবাবুই তাঁর দিদিকে খুন করেছে।